Blog

Prolonged Labour এবং হেমন্ত মুখোপাধ্যায়ের

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে হবে ওগো Labour এর অবসান?
Prolong labour এ 1st & 2nd stage ১৮ ঘণ্টা করে থাকে
হয় Power এ, নয় Passage এ নয় Passenger এ হয় বিকল
কাছে যাবো কবে হবে ওগো Labour এর অবসান?
1st stage এ duration টা ১২ ঘন্টার বেশি থাকে
2nd stage এ Primi তে দুই, Multi তে এক ঘণ্টার বেশি থাকে

Fig : Stages of prolonged labour.


Cervical dilatation এ Primi এক সে.মি.র কম
Multi তে দেড় সে.মি. থেকে কমলে খাবে বিষম।
Diagnosis এ full dilatation এ Non descent থাকে
PV করে position, presentation, station দেখে।
শুধু Treatment general এ Partograph, NBM, অক্সিজেন
IV fluid, Acidosis এ Sodi bi carb, আর Catheterization.
Specific এ 1st stage এ Amniotomy করো
NVD না পারলে, CS করে দাও ওগো
মা কে কষ্ট, থেকে মুক্তি, দিয়ে দাও ওগো।
2nd stage যদি delay হয়, fetal distress হতে পারে,
FHR যদি ভালো থাকে, Assisted Vaginal Delivery করে,
মা কে কষ্ট, থেকে মুক্তি, দিয়ে দাও ওগো।
Maximum এ CS করে, যদি বাচ্চা বাঁচে
যদি মরে যায়, তবে NVD করে দাও সুজন
কাছে যাবো, কবে হবে ওগো Labour এর অবসান?
আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে
Fetal সাথে Maternal সব complications হবে।
Fetal এ Hypoxia, infection, intracranial hemorrhage
Mother এর Distress, sepsis, trauma আর PPH
অতি দ্রুত, Treatment দিয়ে মা কে মুক্তি দাও।
তুমি হাসবে, মা হাসবে, বাচ্চা কেঁদে দিবে জানান,
কাছে যাবো, হয়ে গেল ওগো Labour এর অবসান।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন / ধ্রুব ধর
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন: ২০১৩-২০১৪

Leave a Reply