Blog

প্রফেসর শঙ্কুর ডায়েরিতে ‘Normal Flora’

প্রফেসর শঙ্কু অত্যন্ত মনোযোগের সাথে একটি স্লাইড পরীক্ষা করছিলেন৷ প্রহ্লাদ এসে বলল,”দাদাবাবু কি দেখছেন অত মন দিয়ে?”
প্রফেসর বললেন,”করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর চেষ্টা করছি।”
প্রহ্লাদ দীর্ঘশ্বাস ফেলে বলল-“এই জীবাণুদের আর কাজ নেই। শুধু মানুষের ক্ষতিই করে।”
প্রফেসর কিছুটা অন্যমনস্ক হয়েই বললেন-” সব জীবাণু ক্ষতি করে না। উপকারী জীবাণু ও আছে।”
প্রহ্লাদ চোখ বড় বড় করে বলল-“তাই নাকি দাদা বাবু? তা সেসব জীবাণুর নাম কি? কোথায় থাকে? কি উপকারই বা করে?”
প্রফেসর শঙ্কু হাতের স্লাইডটি সরিয়ে রেখে বললেন,” আরে থাম থাম! একটা করে উত্তর শোন।
মানুষের শরীরের বিভিন্ন অংশে কিছু উপকারী জীবাণু থাকে তাদের Normal flora বলে।”
প্রহ্লাদ-“Normal flora? সে আবার কি জিনিস?”
প্রফেসর শঙ্কু-Normal flora এর সংজ্ঞা শোন তবে,

Definition-Normal flora is the term used to describe the distinct microbial communities that are considered permanent residents of the associated body sites such as skin,oropharynx,colon & vagina.

প্রহ্লাদ-এই কম্যুনিটিতে কোন কোন জীবাণু আছে?

প্রফেসর শঙ্কু- শরীরের একেক অংশে একেক রকম জীবাণু থাকে। যেমন-

Medically important Normal flora and their location:-

প্রহ্লাদ- এসব শরীরে থাকার উপকার কি?

প্রফেসর শঙ্কু-

Beneficial effects of Normal flora:-

  1. A healthy microbiom provides indispensible instruction to the developing immune system.
  2. In the lower bowel & mouth an invading pathogen may fail to compete for nutrientsa & receptor sites with the normal flora.Thus they help in innate immunity.
  3. Some bacteria of the lower bowel produce antimicrobial substances.
  4. The human microbiota contribute to nutrition & human health.

প্রহ্লাদ বলল- দাদাবাবু,এরা কোথায় বেশি থাকে?

প্রফেসর শঙ্কু- Intestine এ বেশি থাকে।

★Normal flora of the intestine:-
– Small intestine-small number of streptococci, lactobacilli and yeasts, particularly Candida albicans.
– Colon- The largest and most complex microbial population in human resides in colon.
Major bacteria found in the colon are:-

  1. Bacteroides, specially B.fragilis.
  2. Bifidobacterium.
  3. Eubacterium.
  4. Coliforms.
  5. Enterococus.
  6. Lactobacillus.
  7. Clostridium.

প্রহ্লাদ- এই Normal flora কি শুধু উপকারই করে? ক্ষতি করে না কোনো?

প্রফেসর শঙ্কু- শোন,শুধুমাত্র উপকারই করবে এমন বস্তু পৃথিবীতে খুবই কম।।এই Normal flora এর খারাপ দিক ও আছে।

প্রহ্লাদ- কিরকম?

প্রফেসর শঙ্কু-

Harmful effects of Normal flora:-

  1. They can cause diseases, specially in immune-compromised and debilitated persons.
  2. Although these organisms are non-pathogens in their usual anatomic location, they can be pathogenic in other parts of the body.
  3. If the normal flora is suppressed, pathogens may grow and cause disease.

প্রহ্লাদ-শেষের কথাটা বুঝলাম না।

প্রফেসর শঙ্কু- ধর,কোনো Antibiotic, colon এর Normal flora কে suppress করতে পারে। তখন Clostridium difficile বা এমন ব্যাকটেরিয়া যারা ঐ antibiotic এর প্রতি resistant তারা দ্রুত সংখ্যাবৃদ্ধি করে Pseudomembranous colitis এর মত রোগ সৃষ্টি করতে পারে।

প্রহ্লাদ- এই যে শরীরের বিভিন্ন অংশের কথা বললেন skin,mucous membrane এসব জায়গায় কি অন্য কোনো জীবানু আসতে পারে?

প্রফেসর শঙ্কু-পারে। এটাকে বলে Colonization.

Colonization:-
Presence of a microorganism on/in a host, with growth and multiplication of the organism, but without interaction between host and organism (no clinical expression, no immune response. )

প্রহ্লাদ-বুঝলাম
প্রফেসর শঙ্কু- কি বুঝলি?
প্রহ্লাদ- Normal flora অপকারের চেয়ে উপকারই বেশি করে।

Reference:- Lange review of microbiology and immunology.
নামঃআয়শা সিদ্দিকা স্নিগ্ধা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ। সেশন-২০১৬-১৭.

সহযোগীতায়-জিনাত আফরোজ কিরণ

Leave a Reply