Blog

Let’s Know about Thyroid function test and its data interpretation.

★ এক্ষেত্রে Data analysis করতে ৩ টা Rules খুবই গুরুত্বপূর্ণ।

Rule-01:

~ T3, T4 ব্যস্তানুপাতিক TSH।

অর্থাৎ T3, T4 বাড়লে TSH কমবে।
আবার TSH বাড়লে T3, T4 কমবে।
একে অপরের উল্টা।
এই সূত্রটা Apply করা যায় –

A. Primary hyperthyroidism: যেহেতু hyper কথাটা আছে। So এক্ষেত্রে T3,T4 increased থাকবে। আর TSH decreased থাকবে।

B. Primary hypothyroidism: যেহেতু hypo কথাটা আছে। So এক্ষেত্রে T3,T4 decreased থাকবে। আর TSH increased থাকবে।
ঐটার বিপরীত।

Rule-02:

~ T3, T4 নরমাল কিন্তু TSH increased /Decreased.
এই সূত্রটা Apply করা যায় –

A. Subclinical hyperthyroidism: যেহেতু T3,T4 নরমাল। So এখানে T3, T4 normal। TSH টা decreased হবে।

B. Subclinical hypothyroidism:যেহেতু
T3,T4 নরমাল। so এখানে T3,T4 normal। TSH টা increased হবে।

***মূলকথা সব Rule -01 এর মতন।
just Rule-02 এর ক্ষেত্রে T3, T4 Normal।

Rule-03:

~ হয় সব বাড়বে নয়ত সব কমবে।
এই সূত্রটা Apply করা যায়-

A. Secondary Hyperthyroidism :
যেহেতু hyper-so সব বাড়বে।
TSH, T3, T4 Increased।

B. Secondary Hypothyroidism :
যেহেতু hypo, So সব কমবে।
TSH, T3, T4 decreased।

Md.Yousuf Hossain
PAHMCH (2015-2016)
Platform Academia/ Sushmita Akter

Leave a Reply