Blog

যদি সুস্থ থাকতে চান, এসব রোগের ঔষধ সারাজীবন খান!!

যদি সুস্থ থাকতে চান, এসব রোগের ঔষধ সারাজীবন খান

এমন কিছু রোগী পেতে পারেন আপনি, যারা এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছে। কিন্তু কোন ডাক্তারই স্থায়ীভাবে সুস্থ করতে পারছেন না। অনেক পরীক্ষা-নিরীক্ষা করছেন, তাতেও সুস্থ হচ্ছেন না। অনেক টাকা খরচ করেছেন। দেশ থেকে দেশান্তরে।

অবশেষে সকল ডাক্তার বেটে খেয়ে আপনার কাছে এসেছে। আপনার কাছে গিয়ে অভিযোগ করতে পারেন, অমুক, তমুক ডাক্তার ভাল না, বস্তা-বস্তা ঔষধ খেয়েছি তাতেও ভাল হয়নি। ঔষধ খেলে ভাল থাকি আর ঔষধ খাওয়া বন্ধ করলে আগের মত অসুস্থ হয়ে পড়ি। কোনদিনই কি ভাল হতে পারব না?

তবে শুনুন বাস্তব কথা, পৃথিবীতে অনেকগুলো রোগ আছে, যেসব রোগের ঔষধ আপনার সারাজীবন খেতে হবে, তাছাড়া রোগীদের ভাল থাকা সম্ভব না। এসব রোগ স্থায়ীভাবে দেহে থেকে নিরাময় করা সম্ভব নয়।

আসুন জেনে নিই রোগগুলো কি কি?

(A, B, C, D, E, …….)

A– Asthma

B– Blood pressure (BP)

C– Cancer

D– Diabetes Mellitus (DM)

E– Endocarditis, Epilepsy

F– Familiar hypercholesterolemia, Fatty liver

G– Genetics (Sickle cell Anaemia, Neurofibromotasis etc)

H

  1. Heart Disease

a. IHD (Ischemic Heart Disease), b. CHD (Coronary Heart Disease),
c. Cardiac Myopathy,
d. Hypertrophy,
e. Vulvar stenosis etc

2. Hormone Diseases

a. Hyperthyroidism,
b. Addison’s disease

I– IBS (Irritable Bowel Syndrome)

J– Juvenile Idiopathic Arthitis

K– Kidney Diseases

a. CKD (Chronic Kidney Disease),
b.Renal failure

L

  1. Lung Diseases (Chronic Obstructive Pulmonary Disease or COPD)
  2. Liver disease

M– MDD (Major depressive disorder)

N– Neuroleptic malignant syndrome

O– Osteoporosis, Osteoarthitis

P– Psychiatric disease (Mania), Parkisons

R– Rheumatoid Arthitis

S– Stroke (Brain)

T– Thalassemia, Trigeminal Neurolgia

U

  1. Ulcers (Peptic, Gastric),
  2. Unipolar and biopolar depression

V– Viral disease (HIV), Ventricullar Fibrillation

W– Waldenstrm’s Macroglobulinemia

X– Xerophthalmia

Z– Zollinger Ellison Syndrome

পৃথিবীতে আরো এই রকম অনেক রোগ আছে, যেগুলোর ঔষধ সারাজীবন খেতে হবে। আমি শুধু আর্টিকেল গুলো মিলানোর চেষ্টা করেছি।

ডা.মো.গোলাম মোস্তফা লিখন
জিংগাংসান ইউনিভার্সিটি (গণচীন)
সেশন: ২০০৯-১০

Platform Academic/
Tasnima Tasin Addrita

Leave a Reply