Blog

A Discussion about Xanthelasma

Xanthelasma কি?
Xanthelasma গ্রিক শব্দ Xanthos এবং Elasma থেকে এসেছে। Xanthos এর গ্রিক মানে Yellow আর Elasma মানে Plate।

Fig : Xanthelasma.

Plate কি?
এখানে Plate বলতে Xanthelesma তে যে Plaques থাকে সেটাকে বুঝানো হয়েছে।

Plaque কি?
Plaque দ্বারা Skin এর Elevated lesion যার diameter more than 1 cm তৈরী হয় তাকে বুঝানো হয়েছে।
কারন Plaque এর আকৃতি Plate এর মত গোল।

তাহলে Xanthelasma বলতে বুঝায় Yellow plaque যেটা সাধারনত Eye এর আশে পাশে দেখা যায়।

What is the causes of Xanthelasma?

Hypercholesterolaemia (Hyper মানে বেশি, আর Mia মানে Blood)।
তাহলে বুঝা যাচ্ছে Blood এ Cholesterol level বেড়ে যাওয়াকেই Hypercholesterolaemia
বলে।
50% Patient দের Xanthalesma দেখা যায়।
অন্য 50% Patient দের Hypercholestetolaemia থাকার পরেও Xanthelasma পাওয়া যায় না।

কিভাবে Hypercholestetolaemia তে Xanthelasma হচ্ছে?

Fig : Hypercholeterolemia causes Xanthelasma.

Hypercholesterolaemia যাদের থাকে তাদের সাধারনত LDL (Low density lipoprotein) বেশি থাকে আর HDL (High density lipoprotein) কম থাকে।

LDL বেশি থাকার কারনে তা Capillary wall দিয়ে Skin এর Dermis এ চলে আসে। তখন Dermal macrophage তা Engulf করে কিন্তু তা Metabolism করতে পারে না, তখন Macrophage এর ভিতর LDL জমে জমে Macrophage তা Foam cell এ পরিনত হয় যা Skin এর Dermal layer এ জমে Plaque তৈরি করে, যার রং Yellow কারন Foam cell এর ভিতর LDL রং Yellow।

তাছাড়া HDL এর কাজ হলো Tissue থেকে Excess cholesterol কে Remove করা, যেহেতু এসব Patient দের HDL কম তাই, HDL Tissue থেকে কম Cholesterol কে Remove করবে এবং যেগুলো Remove করতে পারলো না তা জমে জমে Xanthelasma তৈরি করবে।

বি.দ্রঃ অনেক Normolipidaemic patient দের ও Xanthelasma পাওয়া যায়, কারণ যদি Local trauma বা Inflammation হয় তখন Vascular Permeability বেড়ে যাওয়ার কারনে Lipid Skin এর Dermis এ চলে আসে।

Rahul Ahmed Rubel
Monno Medical College
Session:2015-16

Platform academic/Anamika Hoque Payel

Leave a Reply