Blog

A Tale of Cell Killing

শরতের পড়ন্ত দুপুর। কলেজের ক্যান্টিনে খাবারের পর্ব অনেক ক্ষন আগেই শেষ হয়েছে। তাই শান্ত ক্যান্টিনে মানুষ-জন নেই বললেই চলে। সেখানেই জানালার পাশের একটা চেয়ারে ঝিম মেরে বসে আছে ওমি। সামনের টেবিলে তার বই-খাতা গুলো এলোমেলো করে রাখা। ওমি ঢাকার একটি মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারে পড়ে। প্রতিদিন কলেজ শেষে বন্ধুরা মিলে ক্যান্টিন অথবা লাইব্রেরিতে একসাথে পড়া শেষ করে তারপর বাসায় যায়। ওমি যেখানে বসেছে, সেই জায়গাটা ক্যান্টিনের মেইন ডোর দিয়ে সহজেই চোখে পড়ে। সেখান থেকেই মিম তাকে দেখতে পেল। দেখেই বোঝা যাচ্ছে কোন কিছু নিয়ে গভীর ভাবনায় ডুব দিয়েছে সে। একারণেই মিম কখন পাশের চেয়ারে এসে বসলো সে সেটা টেরও পায়নি। ওমির ভাবনায় টান পড়লো যখন মিম হুট করে কথা বলতে শুরু করে দিলো।

মিম: ওমি কি বাংলাদেশে আছেন? নাকি ব্যাগগুছিয়ে প্যারিস ঘুরতে চলে গেছেন?

ওমি: (মুচকি হেসে) হা হা😁। না না কলেজ অথোরিটির আর যেতে দিল কই!🥺

মিম: তা আর বলতে! তা তুই এতক্ষণ বসে বসে কী ভাবছিলি?🤔

ওমি: দোস্ত phagocytosis নিয়ে ভাবি!

মিম: কিহ!

ওমি: আরেহ আজকের pathology ক্লাসটা আমার খুব মজা লাগছে । কিন্তু ওয়ার্ড থেকে আসতে আসতে দেরি হওয়ার কারণে কিছু জিনিস ক্লিয়ার হয়নি।😥

মিম: ওহ! আচ্ছা তাইলে চল আজকে এটা নিয়েই ডিসকাস করি। বলতো Phagocytosis কী?

ওমি: হি!হি! এটাতো সবাই পারে। তার আগে একটা মজার ইনফো দেই তোকে- Phagocytosis নামটা আসছে Ancient Greek φαγεῖν (phagein) থেকে যার meaning হলো ‘to eat’, এবং κύτος, (kytos), যার meaning হলো ‘cell’। Definition এ বলতে গেলে, “Phagocytosis is the process by which leucocytes recognize, engulf, and kill or degrade the ingested materials“।

মিম: ওহ! নাম এর ব্যাখ্যা চমৎকার ছিল। ভেরি গুড। এখন তাহলে আমি steps of phagocytosis গুলো বলি তুই শোন।
➡ Recognition and attachment
➡ Engulfment
➡ Killing or degradation of ingested materials
এখন তুই recognition & attachment ব্যাখ্যা কর।

Measuring Innate Immune/Phagocytic Cell Function by Flow Cytometry | FLOW  CONTRACT SITE

ওমি: আচ্ছা শোন তাহলে। Recognition & attachment step এ phagocytic cells গুলো foreign particles গুলোকে চিনবে আর engulf এর জন্য সেগুলোর সাথে attached হবে। কাজটা mainly ২ ভাবে হতে পারে।
➡ Opsonic phagocytosis
➡ Non-opsonic phagcytosis
এর ভিতরের জিনিস আমি বুঝি নাই। 😫

মিম: আচ্ছা আমি বলছি তুই শোন।
➡ Opsonic phagocytosis: যখন microorganisms গুলো opsonin দিয়ে coated হয় তখন phagocytic cells বা leukocytes গুলো তাদের recognise করতে পারে। opsonin গুলো হলো-
➡Fc fragment of IgG
➡C3b
➡Collectins (carbohydrate binding proteins- plasma lectins)

ওমি: আর Non-opsonic phagocytosis?

মিম: আরে বলছি।😐
➡ Non-opsonic phagocytosis: এদের ক্ষেত্রে opsonin এর coat ছাড়াই recognition হয়। e.g. CR3 receptor of leukocytes
এখন তুই engulfment steps ব্যাখ্যা কর আমি শুনি।

ওমি: আচ্ছা শোন। এই steps-এ phagocytic cells lysosome এর ভিতরে foreign object টা engulf করবে। Mechanism বললে-
Extension of pseudopods around the particle to be engulfed

Particle is completely enclosed within phagosome

Fusion of phagosome with limiting member of lysosome

Formation of phagolysosome

মিম: নাইস! 👌

ওমি: হা হা! এখন আমাকে তুমি killing & degradation বুঝাবা।😁

মিম: আচ্ছা শোন। Killing বা degradation দুই ভাবে হতে পারে।
➡ Oxygen dependent mechanism
➡ Oxygen independent mechanism
তুই oxygen dependent -টা এক্সপ্লেইন কর আমি oxygen independent -টা বলবো।

ওমি: ➡ O2 dependent mechanism -এ O2 consumption এর পর glycogenesis হয়ে glucose oxidation হয় তারপর oxidase activate হয়ে O2 metabolites তৈরি হয় যারা finally killing করে। এটাও ২ ভাবে হতে পারে
◻ H2O2-Myeloperoxide-halide system
◻ Myeloperoxide deficient system
এবার তুই oxygen independent mechanism -টা বল।

মিম: O2 independent mechanism -এ এখানে killing ইফেক্ট কিছু এনজাইমের জন্য হয়।
e.g.- Lysozyme, Lactoferrin, Major basic protein, Defensins.

Phagocytosis

ওমি: আচ্ছা এতো গেলো phagocytosis হয়ে গেলে কী করে হবে। কিন্তু যদি phagocytosis না হয়?

মিম: উত্তরটা খুবি ইজি- Frustrated phagocytosis।এটা তাহলে তুই বল। Definition টা বল আগে।

ওমি: Definition-এ বলতে গেলে,
When WBC cannot phagocytose an antigen, they secrete some granular contents which causes damage to the tissue. This mechanism is called frustrated phagocytosis.
এবার ব্যাখ্যা কর তুমি।

মিম: যখন কোন materials phagocytic cells এর দ্বারা easily ingest করা যায় না (e.g. Immune complex in glomerular basement membrane), একারণে তখন একটা stronge leukocytes activation হয় এবং সেই টিস্যুর আশেপাশে lysosomal enzyme release হয়। এটাই frustrated phagocytosis।
যেমন তুই বেশি stressed হয়ে গেলে frustration-এ সব উল্টা পাল্টা করে ফেলিস! 🤣🤣

ওমি: 😬😬 এখানে একটা কথা।

মিম: কী কথা?

ওমি: পড়া শেষ। 💃 চলো এই খুশিতে বার্গার খেতে খেতে বাসায় যাই।

মিম: হায়রে ফাঁকিবাজ! ঠিক আছে চল।

ওমি: Burger, we are coming!

Reference: Vinay Kumar, Abul K.Abbas, Jon C. Aster; ROBBINS And COTRAN PATHOLOGIC BASIS Of DISEASE; 9th Edition.

Platform academia/ Omaima Akter Maria
Ad-din Women’s Medical College
Session: 2016-2017

Leave a Reply