Blog

‘Receptor’ যখন প্রেমের ঘটক!!!

বিকেলের মিষ্টি রোদে শিমুলতলার রোড ধরে তনু আর তমাল পাশাপাশি হাটছিল। তনুকে আজ বড় মিষ্টি লাগছে। নীল শাড়িতে তনুকে মানিয়েছে বেশ। হাতে একগাছি নীল চুড়ি আর কপালে একটা নীল টিপে মনে হচ্ছে কোন এক গভীর মায়ায় তাকে আচ্ছন্ন করে রেখেছে। তনুর খোলা চুলে যখন মৃদু বাতাসের ঢেউ খেলে যায় তখন তমালের একরকম নেশার ঘোর লাগে। মনে হয় এখনি তমাল তার সব মনের কথা তনুকে বলে দেয়। না এখনি বলা যাবে না- তমাল নিজেকে সামলিয়ে নেয়।

🔺তনু : কি ব্যাপার তমাল ভাই আপনি এত ঘামছেন কেন?
🔻তমাল : কই না তো। তনু আমি ভাবছি তোমাকে আজকে একটা কথা বলব। কিন্তু তুমি কতটুকু বুঝবে সেইটাই ভাবছি আমি।

🔺তনু: কোন ব্যাপার না তমাল ভাই। বুঝিয়ে বললে আমি অবশ্যই বুঝব। তবে হ্যা, আজকে আবার কোন পড়াশুনার টপিক বোঝানো শুরু কইরেন না। আজকে আমার পড়াশুনার কোন মুড আসতেছে না😏।
🔻তমাল: তা কি করে হয় বল। মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আমাদেরকে সবসময় পড়াশুনার মধ্যদিয়েই যেতে হয়। চল আজকে হাঁটতে হাঁটতে তোমার সাথে একটু গল্প করা যাক।

🔺তনু: 😒😒😒
🔻তমাল: তাহলে শুরু করি। তুমি কি জানো receptor কি জিনিস?

🔺তনু: না তো তমাল ভাই। একটু বুঝিয়ে বলেন।
🔻তমাল: আচ্ছা বলছি- receptor অনেকটা ঘটকের মতন বুঝলে। ধর আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ কর। এখন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হলে তো একজন ঘটকের প্রয়োজন, তাই না। সেই ঘটকটাই হচ্ছে receptor.🙊🙊

🔺তনু: (লজ্জায় লাল হয়ে☺️☺️☺️) তাই বুঝি।
🔻তমাল: তুমি তো জানোই যে আমাদের body তে ২ ধরণের immunity আছে। Innate immunity and acquired immunity. Innate immunity এর একটা অংশ হচ্ছে pattern recognition receptor(PRRs). এই PRRs টা কিন্তু আমাদের body তেই থাকে। যার কাজ হচ্ছে বিভিন্ন pathogen এর pattern কে recognize করা। pathogen এর এই pattern গুলোকে বলে pathogen-associated molecular pattern.

🔺তনু: আচ্ছা তমাল ভাই এই receptor গুলোর কাজ কি?
🔻তমাল: এই receptor গুলো আসলে আমাদের body তে কোন foreign particle ঢুকলে তাকে চিনতে পারে এবং সেই অনুযায়ী action নিতে পারে বুঝলা।

🔺তনু: হুম্ম। আচ্ছা pathogen এর pattern গুলো কি কি?
🔻তমাল: এই PAMP এর মধ্যে আছে- Lipopolysaccharide of gram negative bacteria, Peptidoglycan of gram positive bacteria, Lipoteichoic acid, Mannose-rich glycans, Flagellin, Nucleic acid of bacterial and viral genom.

🔺তনু: বুঝলাম।
🔻তমাল: তাহলে শোন, এখন তোমাকে receptor এর ধরণ বলি। ২ ধরণের receptor আছে।

  1. Extracellular receptor.
  2. Intracellular receptor.

এই Extracellular receptor এর মধ্যে আছে-
a. Toll-like receptor.
b. C-type lactin receptor/ Mannan binding lactin receptor.
এই receptor এর কাজ হচ্ছে তারা সেইসব microbes কে recognize করতে পারে যারা cell এর বাইরে থাকে।

অন্যদিকে Intracellular receptor এর মধ্যে আছে-
a. NOD-like receptor (NOD stands for nucleotide binding oligomerization domain).
b. RIG-1 helicase like receptor ( RIG-1 stands for retinoic acid-inducible gene 1).
এই receptor গুলোর কাজ হচ্ছে intracellular pathogen কে recognize করা।

🔺তনু: আচ্ছা তমাল ভাই এইসব receptor এর মধ্যে সবচেয়ে important কোনটা?
🔻তমাল: সবচেয়ে important বললে বলতে হয় TLR
এই Toll-like receptor আবার কিছু subtype আছে-
যেমন:
▪️TLR 2: gram positive bacteria এর peptidoglycan কে recognize করতে পারে।
▪️TLR 4: gram negative bacteria এর Lipopolysaccharide কে recognize করতে পারে।
▪️TLR 9: bacterial DNA কে recognize করতে পারে।

এই receptor গুলো কিন্তু আমাদের body এর জন্য ভালো। কারণ তারা bacteria,virus কে চিনতে সাহায্য করে।

আবার excessive macrophage PRR activetion এর ফলে কিন্তু endotoxin mediated septic shock হতে পারে।

🔺তনু: আচ্ছা বুঝলাম। C-type lactin receptors সম্পর্কে কিছু বলেন এইবার।
🔻তমাল: Macrophage and dendritic cell এর গায়ে এই receptor থাকে। এই receptor বিভিন্ন bacteria and yeast এর mannan নামক polysaccharide কে recognize করতে পারে। MBL receptor Complement কে activation করে। Ultimately immune response formation করে।

🔺তনু: আচ্ছা তমাল ভাই এইবার intracellular receptor নিয়ে কিছু বলেন।
🔻তমাল: NOD-like receptor peptidoglycan কে recognize করতে পারে। Mainly তারা intracellular bacteria যেমন- Listeria এর against এ response দেয়।
আর RIG-1 helicase-like receptors recognize the double stranded RNA( viral)

এই হলো আমার receptor কথন, বুঝলা তনু।

🔺তনু: হুম্ম বুঝেছি।
🔻তমাল: অনেক তো পড়াশুনা হল এইবার আসল কথাটা বলি। তনু আমার মনেও তোমার জন্য একটা receptor আছে। তুমি কি সেইটা accept করবে? আমি কিন্তু তোমার against এ immune response দেখাব না। বরং Tolerance করে নিব🙊🙊।
🔺তনু: আচ্ছা ঠিক আছে তমাল ভাই আমি accept করলাম।😍😍

Reference: Lange review of Medical Microbiology and immunology; 15th edition.

Platform Academic Division/Tamanna Sultana
President Abdul Hamid Medical Collage
session: 2016-17

Leave a Reply