Blog

Difference Between Thalassemia & Sickle Cell Anemia

Is Thalassemia & Sickel cell anemia same? Let’s know what’s the basic difference between them.

▶ Thalassemia এবং Sickle Cell Anemia দুটোই Hemoglobin এর disease হয়, তাহলে এদের মধ্যে Basic difference কি?

➡ এর আগে জেনে নেই এর এদের নামকরনের কারনঃ Thalassemia derived from greek word “thalassic” and “anemia”। Thalassic যার মানে great sea/mediterranean sea(ভূমধ্যসাগর)। প্রথমদিকে এই সাগরের আশে পাশের দেশে এই রোগের বিস্তৃতি বেশি ছিল আর anemia মানে hemoglobin কমে যাওয়া।

➡ আর Sickle cell anemia নাম হওয়ার কারন এখানে hemoglobin এর প্রবলেম এর কারনে RBC shape মাঝে মাঝে sickle shape হয়ে যায়।sickle shape মানে কাস্তে/কাচি আকৃতি।

এখন মূল difference টা জেনে নেওয়া যাক।

➡ Thalassemia তে hemoglobin এর quantative(পরিমানগত) defect কিন্তু qualitative(গুনগত) defect থাকে না। এখানে গুনগত দিক মানে hemoglobin এর structure কে বুঝানো হয়েছে। Quantative defect এর কারনে hemoglobin পরিমানে কম(hypochromic) থাকে তাই RBC সাইজ ছোট (micro) হয়ে যায়। যেহেতু hemoglobin এর পরিমান কম তাই এর জন্য যে anemia এর সৃষ্টি হয় তার নাম microcytic hypochromic anemia।
আর sickle cell anemia তে hemoglobin এর qualitative(গুনগত) defect হয় কিন্তু hemoglobin এর quantative(পরিমান) defect থাকে না।এখানে hemoglobin ঠিক পরিমানে থাকে কিন্তু এর গুনে মানে এর structure এর প্রবলেম থাকার কারনে RBC এর সাইজ মাঝে মাঝে sickle shape (কাস্তে/কাচি আকৃতি) হয়। যখন sickle shape হয় তখন RBC destroy হয় যে কারনে anemia হয়। একেই বলে sickle cell anemia।

Md.Rahul Ahmed Rubel
Monno Medical College, Manikganj
Session : 2014-2015

Platform Academia / Shahriar Kabbo

Leave a Reply