Blog

সহজভাবে মনে রাখি Proptosis

Eye Ball যদি সামনের দিকে bulging হতে হতে orbital margin কে cross করে ফেলে তখন তাকে বলে Proptosis বা Exophthalmos।

🌀 Proptosis কি কারণে হতে পারে? এর Causes গুলো খুবই গুরুত্বপূর্ন।

এটা আমি মনে রাখি এই ভাবে- ★VEIN

Fig : Causes of proptosis.

📍V for- Vascular Causes

📍E for- Endocrine Causes

📍I for- Inflammatory Causes

📍N for- Neoplastic Causes

Vascular Causes এর মধ্যে রয়েছে:

  • Aneurysm of Orbital vessel
  • Orbital Varices
  • Retro Orbital Haemorrhage ♦Endocrine Cause এর মধ্যে রয়েছে:
  • Graves Disease ♦Inflammatory causes এর মধ্যে রয়েছে:
  • Orbital Cellulitis
  • Panophthalmitis ♦Neoplastic causes এর মধ্যে রয়েছে:
  • Haemangioma
  • Lymphangioma
  • Rhabdomyosarcoma
  • Meningioma

🔖 Measurment of Exophthalmos :

Fig : Measurement of Proptosis.

এটির ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় Exophthalmometer নামক যন্ত্র।

Measurment:
Asymmetry > 2mm or more b/w the eyes.

অথবা
Protrusion greater than-

  • 13-15 mm in east asian
  • 21 mm in caucasian adults
  • 23 mm in adult african- american

ডা. নোমান আব্দুল্লাহ্
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
সেশন: ২০১৪-১৫

প্ল্যাটফর্ম একাডেমিক/ সুমাইয়া আকবর লিরা

Leave a Reply