Blog

নিরু ও তাপসের Antigen Presenting Cell Overview(পর্ব-১)


আজ নিরুর জন্মদিন। কিন্তু আজ তার খুব মন খারাপ। আর আজ তার মন খারাপের কারণটা হলো তাপস ভাই। নিরু আজ খুব চমৎকার করে সেজেছে। তার খুব ইচ্ছা ছিল বিকেল বেলায় সে আর তাপস ভাই দুজনে মিলে ফুচকা খেতে বের হবে। কিন্তু বিকাল ৫ টা বেজে গেল, এখনো তাপস ভাইয়ের কোন খবর নাই।😔😔

🔻 তাপস ভাই: নিরু আছিস?
🔺 নিরু: (নিরু মুখভার করে বসে আছে। আজ সে ঠিক করেছে তাপস ভাই এর সাথে কোন কথাই বলবে না। আজ তার জন্মদিন, এইটা জেনেও আজকে তাপস ভাই দেরি করে আসল নাকি তার আজকের দিনটার কথা মনেই নেই?)

🔻 তাপস ভাই: কিরে কথা বলবি না? রাগ করেছিস আমার উপর?
🔺 নিরু: আগে বলো তুমি এতক্ষণ কই ছিলা? আজকে আমাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা ছিল। তুমি সে কথা বেমালুম ভুলে গেলে। ( নিরু রাগে ফুলে উঠল😡)

🔻 তাপস ভাই: আর বলিস না রে। জানিসই তো যে আমাদের সামনেই প্রফ। একটা টপিক নিয়ে পড়ছিলাম বুঝলি। পড়তে পড়তে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল টেরই পাইনি। এই যে দেখ কানে ধরছি।
🔺 নিরু: (নিরু এইবার ঠোঁট টিপে টিপে হাসছে)। আচ্ছা যাও মাফ করে দিলাম। এখন বল কি পড়লা এতক্ষণ।

🔻 তাপস ভাই: আচ্ছা বলতেসি। আগে বাসা থেকে বের তো হই নাহলে তো আজকে আর ফুচকা খাওয়া হবে না।
🔺 নিরু: চলো তাহলে।🥰🥰🥰

হাঁটতে হাঁটতে নিরু বলল- তা কি নিয়ে পড়ছিলে তাপস ভাই বললে না তো।
🔻 তাপস ভাই: হ্যাঁ বলছি শোন। আজকে immunity পড়তে যেয়ে আমি Antigen presenting cell নিয়ে ভাবছিলাম আর অবাক হচ্ছিলাম যে একটা APC কত সুশৃঙ্খল ভাবে আমাদের body তে কাজ করছে।
🔺 নিরু: তাই নাকি। একটু বুঝিয়ে বলো তো আমায়।

🔻 তাপস ভাই: বলছি তাহলে। প্রথমে বলি APC কি? APC হচ্ছে Antigen presenting cell. The immunocompetent cells which receive, process and present antigens to helper T-cell, are called antigen presenting cells. যদি সহজ করে বলি তবে- Antigen presenting cell হচ্ছে সেইসব cell যারা antigen কে গ্রহণ করবে, process করবে এবং helper T-cell এর কাছে antigen কে present করবে বুঝলি।

🔺 নিরু: আচ্ছা বুঝলাম।
🔻 তাপস ভাই: অনেক ধরণের APC আছে বুঝলি।
1. Macrophage.
2. Dendritic cells.
3. B-lymphocyte.

( অবশ্য সব epithelial cell গুলোই APC হসেবে কাজ করে)
🔺 নিরু: এই Macrophage cell টার বৈশিষ্ট্য কি কি?
🔻 তাপস ভাই: আচ্ছা শোন Macrophage হচ্ছে one kind of phagocytic white blood cell. Fetal development এর সময় macrophage এর origin হয় yolk sac and liver থেকে এবং adults life এ origin হয় bone marrow থেকে.

🔺 নিরু: আচ্ছা Macrophage কে নাকি professional APC বলা হয়। কেন এমন নামকরণ হলো?
🔻 তাপস ভাই: আসলে ব্যাপার হচ্ছে Macrophage তার cell surface এ class 2 MHC protein express করে। আর শুধু macrophage ই না, dendritic cell কেও কিন্তু professional APC বলা হয়।

🔺 নিরু: হুম বুজলাম।
🔻 তাপস ভাই: এই cell টা কিন্তু খুব important। কারণ This is the first cell to encounter foreign invaders or injured tissue.

🔺 নিরু: আচ্ছা macrophage এর distribution টা বলো তো।
🔻 তাপস ভাই: According to distribution, macrophages have different names.
যেমন-

  1. Skin : Langerhans cell
  2. Liver : kupffer cells
  3. Lungs : Alveolar macrophage
  4. Brain : Microglial cell
  5. Kidney : Mesangial cells
  6. Spleen : Splenic macrophage.
  7. Bone : Osteoclast

🔺 নিরু: আচ্ছা তাপস ভাই Macrophage এর function কি ?
🔻 তাপস ভাই: যদি আলাদা করে বলি তাহলে-
1. In innate immunity:
– Phagocytosis.
– TNF takes part in inflammatory reaction.
2. In acquired immunity:
– Presentation of antigen to helper T cell.
– Production of cytokines: IL-1 activates the CD4+ T cell.

🔺 নিরু: আচ্ছা বুজলাম।
🔻 তাপস ভাই: এইবার শোন macrophage কি কি cytokine release করে।
1. INF-α
2. TNF-α
3. Interleukin-1
4. Interleukin-8
5. Interleukin-12


🔺 নিরু: আচ্ছা তাপস ভাই, এই cytokine গুলো আসলে কি?
🔻 তাপস ভাই: এই cytokine গুলো হচ্ছে immune system এর language। Immune cells use cytokines to communicate with each other and with the other cells of their environment .

🔺 নিরু: হইসে বাবা হইসে। খালি কি বকবকই করবা নাকি এখন শান্তি মত খাইতে দিবা।
🔻 তাপস ভাই: হুম যা, বকবক বাদ। এই মামা, কড়া করে ঝালদিয়া দুইটা ফুচকা বানান তো।😋😋😋

চলবে….

⭕️ Referance: Lange review of medical microbiology and immunology

Platform Academia/
Tamanna Sultana
Session: 2016-17
President Abdul Hamid Medical Collage.

Leave a Reply