Blog

What is Nipah Virus?

Nipah Virus Infection

নিপা ভাইরাস সংক্রমণ একধরনের ভাইরাসঘটিত সংক্রমণ, যা নিপা ভাইরাসের মাধ্যমে ঘটে থাকে। নিপা ভাইরাস Paramyxoviridae পরিবারভুক্ত একটি RNA ভাইরাস যার Genus বা গণ Henipavirus

✴️ History: নিপা ভাইরাসের প্রকোপ মালয়েশিয়া, সিঙ্গাপুর,বাংলাদেশ ও ভারতে ঘটে।

১৯৯৮ সালে প্রথম মালয়েশিয়ার শূকর ও তার চাষীদের এই ভাইরাসের সংক্রমণ ঘটে।

১৯৯৯ সালের মধ্য ভাগ মালয়েশিয়ায় ১০৫ টি মৃত্যু সহ ২৫৬ জন মানুষের মস্তিষ্কে সংক্রমণ ঘটে এবং সিংঙ্গাপুরেও এই ভাইরাসের সংক্রমণের জন্য মস্তিষ্কে সংক্রমণ বা শ্বাসজনিত সমস্যা দেখা যায়।

২০০১ থেকে বাংলাদেশ ও ভারতে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়।

Fig : Structure of Nipah virus.

🌀 Synonyms:

⚫ Barking Pig Syndrome.

⚫ Porcine Respiratory and Encephalitis Syndrome.

⚫ Porcine Respiratory and Neurological Syndrome.

🔘 Agent:
🔸 Genus Henipavirus
ভাইরাসটি ১৯৯৯ সালে আবিষ্কৃত হয়।

এই ভাইরাস Hendra Virus এর সাথে সম্পর্কিত।

🔸 এই ভাইরাসের জন্য মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি মস্তিষ্কের সমস্যা Encephalitis দেখা যায়।

🔸 অধিক মৃত্যুহার।

🔸 সংক্রমিত শূকরের বেশি কাছাকাছি বা close contack এর মাধ্যমে হতে পারে।

🔸 শূকরের মধ্যে গুরুতর শ্বাসযন্ত্রের রোগ দেখা দেয়।

🧿 Sign Symptoms :

Fig : Sign-symptoms of Nipah Virus Infection .

🛑 সাধারণত ৩-১৪ দিনের মতো Fever and headache অর্থাৎ জ্বর এবং মাথাব্যথা থাকে।

🛑 প্রায়ই শ্বাসজনিত সমস্যা বা respiratory illness যেমন – Cough (কাশি)
– Sore throat (গলা ব্যথা)
– Difficulty in breathing (শ্বাসকষ্ট)

🛑 গুরুতর সমস্যা বা severe symptoms এর মধ্যে পরে
– Disorientation (বিশৃঙ্খলা)
– Drowsiness (তন্দ্রা)
– Confusion(বিভ্রান্তি)
– Seizures(খিঁচুনি)
– Coma(অচেতনাবস্হা)
– Brain swelling or encephalitis (মস্তিষ্ক ফোলা বা মস্তিষ্কপ্রদাহ)

🛑 ৪০-৭৫% case e মৃত্যু হতে পারে।

🌠 Transmission:

💠 Reservoir :
🔹 Bats(বাদুড়)
বাদুড় ভাইরাসকে বহন করে। কিন্তু তারা আক্রান্ত থাকে না।
🔹 ভাইরাসটি পাওয়া যায়, urine
বা মূত্র এবং আংশিক খাওয়া
ফলে।
🔹 কোন জানা secondary
host নেই।

Fig : Transmission of Nipah Virus infection.

💠 সংক্রমিত বাদুড়,শূকর,অথবা সংক্রমিত কোন মানুষের direct contact বা সরাসরি যোগাযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।

💠 মালয়েশিয়া বা সিংঙ্গাপুরে মানুষের মানুষের মাধ্যমে সংক্রমিত হওয়ার কোন প্রকোপ দেখা যায়নি।

💠 বাংলাদেশ ও ভারতে মানুষের মাধ্যমে মানুষের সংক্রমিত হওয়ার case আছে।

❄️ Treatment :

☀️ Nipah virus এর সংক্রমণের কোন কার্যকরী চিকিৎসা নেই। সহায়ক চিকিৎসা দিয়ে সাধারণত এই রোগ উপশমের চেষ্টা করা হয়ে থাকে।
☀️ Ribarvin মৃত্যুহার কমায়।

☀️ Nipah G glycoprotein এর বিরুদ্ধে উৎপাদিত একটি অ্যান্টিবডি ব্যবহার করে টীকাকরণের প্রভাব পরীক্ষা চলছে। ☀️ কোন Immunoprophylaxis বা antiviral chemoprophylaxis অথবা vaccine বা টীকা এখনো পাওয়া যায়নি।

🔵 Prevention and Control :

⚪ শূকর থেকে ফল বাদুড় বা fruit bats দের দূরে রাখতে হবে।

⚪ Unpasteurized ফলের রস খাওয়া যাবে না।

⚪ ফল খাওয়ার আগে ধুয়ে, খোসা ছেড়ে নিয়ে বা
রান্না করে তারপর খেতে হবে।

⚪ Vaccination বা টীকা।

Reference :
Park K. Park’s Textbook of Preventive and Social Medicine. 24th ed. Jabalpur, India: Banarasidas Bhanot; 2017. Chapter iv Epidemiology of Communicable Disease and Conditions; p310-311

Platform Academic Division/ Jannat -E- hafsy (Ananna)
Universal Medical College
Session :2017-2018

Leave a Reply