Blog

Some Discussion About Fertilization and Gametogenesis

ঘড়িতে রাত ১২টা বেজে ১৫ মিনিট। হাসপাতালের করিডোরে বসে আছে হিমু। খুব মনযোগ সহকারে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে। গাইনী ওয়ার্ডের সামনে দিয়ে কয়েকবার হেঁটে গেল বিখ্যাত গাইনী চিকিৎসক ডা. মনসুর আলী। সে খুব মনযোগ দিয়ে তাকে বারবার দেখছে। ডা. মনসুর আলী খুব ভালো করেই হিমুকে চিনে। সে প্রায় সময়ই উনার সাথে গল্প করতে আসে। ডা. মনসুর আলী করিডোরের শেষ মাথায় একটা রুম থেকে বের হয়ে হিমুর পাশে এসে বসল। হঠাত তাকে প্রশ্ন করে বসল, “বল তো হিমু মানুষের জন্ম হয় কিভাবে?”
হিমু কথা না বলে চুপচাপ উনার দিকে তাকিয়ে রইল।
ডা. মনসুর আলী আবার প্রশ্ন করল, “আচ্ছা তুমি কি বলতে পারো তোমার এই পৃথিবীতে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি?”
হিমু এবার বলল, “আমি জানি না, আপনি ব্যাখা করুন। আজকে আমি শুধু শুনব, কোন কথা বলব না।”
ডা. মনসুর আলী মুচকি হেসে বলল, “ওয়েল, তাহলে একটা মজার ব্যাপার শুনো। Fertilization এবং Gametogenesis বলে দুটো ব্যাপার আছে। সৃষ্টির শুরুটা হয় এখানেই। তুমি আমি সবাই পৃথিবীতে আসার পেছনে এই দুটো ব্যাপার গভীরভাবে দায়ী। প্রথমত তোমাকে পরিচয় করিয়ে দেই Gametogensis এর সাথে। তুমি আমার কথা শুনছো হিমু?”
হিমু: জি ডাক্তার সাহেব। আমি সব শুনছি। আপনি বলুন।

ডা. মনসুর আলী এবার শুরু করলেন, দেখো হিমু Gametogenesis মানে হল, “The process of formation of mature gamets from primordial Germ cells.”
এই Primordial Germ Cell টি তৈরি হয় Epiblast থেকে যেটি 2nd week of development এর সময় Appear হয়।
পুরুষের ক্ষেত্রে Primordial Germ Cell কে বলা হয় Spermatogonia এবং নারীদের ক্ষেত্রে Oogonia।

📌Gametogenesis কে দুই ভাগে ভাগ করা যায়:

Spermatogenesis : In case of male. It starts at the time of puberty. It occurs in the semeniferus tubules of testis.

Oogenesis : In case o female. Its starts before birth during intrauterine life. It occurs in the cortex of the ovary.

🔖তাহলে চল এবার আমরা Spermatogesenis নিয়ে কথা বলি।

The process of formation of spermatozoa from spermatogonia is known as spermatogenesis.
এই Spermatogenesis এর জন্য তিনটি হরমোন দরকার।

◾Testosterone
◾FSH
◾LH
(FSH & LH together known as Gonadotrophin, beacuse they act on Gonads)

ডা. মনসুর আলী বললেন তাহলে তোমাকে এর Step টা একটু বুঝাই।

📌Steps of Spermatogenesis:

◾একটি Spermatogonia Stem cell থেকে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হল Type A Pale spermatogonia।
◾Type A spermatogonia আবারো মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি করল Type B Pale spermatogonia।
◾Type B আবারো মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি করল Primary Spermatocyte।
◾এখন এই Primary spermatocyte থেকে শুরু হবে প্রথম মিয়োসিস বিভাজন। যার ফলে Diploid Primary spermatocyte থেকে তৈরি হবে Haploid Secondary spermatocyte।
◾Secondary Spermatocyte এ শুরু হবে দ্বিতীয় মিয়োসিস বিভাজন এবং তৈরি হবে Early Spermatids।
Early spermatids থেকে তৈরি হবে Mature একটি Spermatozoa। এভাবেই তৈরি হয় একটি Spermatozoa যা পরবর্তীতে Fertilization এ অংশগ্রহণ করে।

বুঝলে হিমু এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় Spermatogenesis তবে, Spermatids থেকে Spermatozoa হবার প্রক্রিয়াকে বলা হয় Spermiogenesis।

Steps of Spermatogenesis

এবার চল Oogenesis টা একটু বোঝাই তোমাকে।
Oogenesis শুরু হয় জন্মের পূর্বে, অর্থাৎ intrauterine life থেকেই। It is the process by which mature oocyte is formed from oogonia।

এর সাইকেলটা কি তুমি জানো হিমু?
হিমু বলল, “ডাক্তার সাহেব আমাকে কি আপনার কোন ভাবে মেডিকেল স্টুডেন্ট মনে হয়?”
কথা না বাড়িয়ে ডাক্তার মনসুর আলী মুচকি হেসে আবার শুরু করলেন।

📌Steps of Oogenesis:

◾দেখো Primordial germ cell থেকে প্রথমে তৈরি হবে একটি Oogonium।
◾এই Oogonium টি বড় হয়ে তৈরি হবে Primary Oocyte।
এই Primary Oocyte প্রথম মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি করবে একটি Secondary Oocyte এবং First polar body। এই যে First polar body এটি আসলে Non functional daughter Cell। এটায় কোন Cytoplasm থাকে না। এরা মূলত তৈরি হয় Unwanted chromosome গুলো আলাদা করার জন্য। Primary Oocyte এ (44+XX) ক্রোমোজোম থাকলেও Secondary Oocyte এ থাকে (22+X)টি ক্রোমোজোম এবং Polar Body তে (22+X)টি ক্রোমোজোম।
◾এই Secondary Oocyte টি দ্বিতীয় মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি করে একটি Mature Oocyte(Ovum) এবং Second Polar Body। Ovum টা পরবর্তীতে Fertilization এ অংশগ্রহণ করে এবং পোলার বডিগুলো কোন কাজে লাগে না।

Steps of Oogenesis

এই যে Spermatogenesis এবং Oogenesis হচ্ছে এর উপর হরমোনের বিশাল একটা প্রভাব আছে।

🔖পুরুষের ক্ষেত্রে Puberty এর সময় Hypothalamus থেকে Secrete হয় Gonadotrophin Releasing Hormone। যা Anterior Pituitary কে Stimulate করে। সেখান থেকে Secrete হয় FSH এবং LH। Testosterone হরমোন আসে Testes এর Lyedig Cell থেকে।

🔖নারীদের ক্ষেত্রেও Puberty এর সময় Hypothalamus থেকে GRH release হয় যা Anterior Pituitary কে Stimulate করে। Anterior Pituitary থেকে FSH release হবে। এর প্রভাবে 15-20 টি Primordial Follicle grow করতে থাকবে কিন্ত শুধুমাত্র একটি Mature হবে।

বুঝলে হিমু এভাবেই প্রাণের স্পন্দন শুরু হয়। তোমার আমার দেহে সবকিছু এভাবেই হচ্ছে।
হিমু বলল, “ডাক্তার সাহেব আপনার কথাগুলো এতক্ষণ ধরে খুব মুগ্ধ হয়ে আমি শুনলাম। আপনার কথার কারণেই আমি প্রায় সময় এখানে আসি আপনার কথা শোনার জন্য। আপনার সাথে রূপার পরিচয় আছে?”
ডাক্তার সাহেব বললেন,“না নেই তো।”
হিমু বলল, “আপনার সাথে একদিন রূপার পরিচয় করিয়ে দিব, সে অনেক খুশি হবে। আজ তাহলে আমি উঠি। আরেকদিন চট করে চলে আসবো আপনার গল্প শুনতে।” এই বলে হিমু চলে গেল এবং ডা. মনসুর আলী তার কর্মব্যস্ত দিনের পরিসমাপ্তি করে বাসার দিকে পা বাড়ালেন।

Ref Book: Easy Embryology by Dr. Chandona Sorcar Mam

Platform Academic Wing
Bayezid Hasan
Patuakhali Medical College
2018-19

One thought on “Some Discussion About Fertilization and Gametogenesis

  1. Pingback: Some Discussion About Fertilization and Gametogenesis (Part-2) – Platform | CME

Leave a Reply