Blog

Some Discussion About Fertilization and Gametogenesis (Part-2)

আজ ছুটির দিন। নিজ ঘরের বারান্দায় বসে আছেন ডা. মনসুর আলী। সামনে চায়ের কাপ আর হাতে খবরের কাগজ। অনেকক্ষণ ধরে কে যেন বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। ডা. মনসুর সবকিছুই দেখছে কিন্ত সেদিকে মনোযোগ দিতে চাচ্ছে না। কিছুক্ষণ পর খবরের কাগজটা রেখে তিনি বাইরে গিয়ে হিমুকে ডাক দিলেন। ‘এই হিমু, এত বাইরে ঘোরাঘুরি করতে হবে না, ঘরে আসুন।’
হিমু কিছু বলবে ভেবেও বলল না। ঘরে ঢুকে বারান্দায় গিয়ে বসল এবং বলল, ‘আজকে আপনার গল্প শুনতে এসেছি, গত সপ্তাহে পুরোটা শেষ হয়নি, ভাবলাম আজ একটু সময় নিয়ে আসি।’

ডা. মনসুর বলল, ‘ভালো করেছো হিমু, আজকে এমনিতেও আমার ছুটির দিন, তোমার জন্য চা বানাতে বলি, তারপর শুরু করা যাবে।’
হিমু মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ পর ডা. মনসুর চা নিয়ে আসলেন এবং বলতে শুরু করলেন।
দেখো হিমু Fertilization বলে একটা কথা আছে। Gametogenesis হবার পর মানবজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল Fertilization। একটা ভ্রূণের First week of developement টা শুরু হয় Fertilization দিয়ে।
First week of development এর event গুলো হল Ovulation থেকে implantation পর্যন্ত। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলব।

🔖এখন তাহলে আমরা Ovulation কি এটা নিয়ে কথা বলি-
Discharge of secondary oocyte surrounded by cumulus oophorus by rupturing the graffian follicle from the ovary.
অর্থাৎ Ovary থেকে Graffian follicle rupture করে Secondary oocyte বের হয়ে আসাটাকে Ovulation বলে।

এই Ovulation হয় মূলত Fertilization এর উদ্দেশ্যে। Intercourse এর সময় 300 million sperm Female vagina তে Deposited হয়। যার মধ্যে মাত্র 1% Cervix এ প্রবেশ করে এবং এই 1% এর মধ্যে মাত্র একটি Fertilization এ অংশগ্রহণ করে‌। তবে Fertilization এর জন্য Sperm এর দুটো যোগ্যতা লাগে। তারা হল-

🔹Capacitation – Female reproductive tract এ একটা sperm এর Capacity Develope করে এই সময়ে। During this period epithelial interactions between the sperm & mucosal surface of the tube occurs.
এই সময়ে Sperm এর Acrosomal region এর Plasma membrane থেকে একটা Glycoprotein coat এবং seminal plasma proteins গুলো সরে যায়। এই প্রক্রিয়ায় প্রায় ৭ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।

🔹Acrosome Reaction – Capacited sperm গুলো যখন secondary oocyte এর কাছে যায় তখন তাদের মধ্যে যে সর্বপ্রথম zona pellucida এর সংস্পর্শে আসে তার Acrosomal cap থেকে Acrosin & trypsin নামক এনজাইম Release হয় যা zona pellucida নামক Glycoprotein coat টিকে ভেদ করে ভেতরে ঢুকতে সাহায্য করে।

📌সুতরাং Fertilization এর মূল কথা হল ‘It is the process by which male & female gametes fuse to form zygote in the ampullary part (Uterine tube এর চারটি অংশ) of the uterine tube। It occurs within 12-24 hours after ovulation।

🔖 Fertilization এর তিনিটি Phase আছে।

🔹Phase 1 – Penetration of the corona radiata
🔹Phase 2 – Penetration of the zona pellucida
🔹Phase 3 – Fusion of the Oocyte & sperm cell membrane

Phase of Fertilization

🔖Fertilization এর ফলাফল –

🔹Completion of 2nd meiotic division of the secondary oocyte
🔹Formation of zygote
🔹Restoration of the diploid number of chromosome [Secondary oocyte এ থাকে (22+X) ক্রোমোজোম এবং Spermataozoon এ (22+X/Y), যা মিলে পুনরায় (44+XX/XY) তৈরি করে]
🔹Determination of the sex of the new individual
🔹Initiation Of Cleavage

ডা. মনসুর বলল, ‘তুমি কি আমার কথা বুঝতে পারছো হিমু?’
হিমু বলল, ‘আপনার কথা বুঝতে পারিনি এমন কখনো হয়েছে?’
ডা. মনসুর বললেন, ‘তাহলে এবার শোন, Fertilization হয়ে গেল এবং Zygote তৈরি হল, এবার এই জাইগোট বিভাজিত হতে থাকবে। এবং একটি থেকে দুটো Cell তারপর ৪ টি এভাবে বাড়তে থাকবে। এই যে Zygote এ মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হচ্ছে তাকে বলা হয় Cleavage এবং প্রতিটি কোষকে তখন Blastomeres বলে। এই Cleavage প্রক্রিয়ায় যখন Zygote এ ১৬ টি কোষ তৈরি হয় তখন তাকে Morulla (Mulberry Cell) বলা হয়। এটি Fertilization হবার প্রায় ৩ দিনের মাথায় তৈরি হয়।’

📌এই মরুলা যখন Uterine cavity তে প্রবেশ করে ৩য় অথবা ৪র্থ দিনে তখন তার ভেতর fluid প্রবেশ করতে শুরু করে এবং intercellular space এ তা জমতে থাকে। আস্তে আস্তে তা একটি cavity তে পরিণত হয় যাকে Blastocele বলে। এবং তখন zygote টিকে Blastocyst বলে। এই Blastocyst টি পরবর্তীতে implantation এ অংশগ্রহণ করে যা First week of development এর শেষ stage।

📌Implantation মানে হল Uterine mucosa তে blastocyst টি দুটি Gland এর Opening এর মাঝে স্থাপিত হওয়া।
Embedding of the blastocyst into the uterine mucosa between the opening of the two glands.

📌এটি কোথায় হয় (Site of implantation)

The Human blastocyte implants along the anterior or posterior wall of the body of the uterus close to the fundus.


তবে মাঝে মাঝে কিছু Abnormal site এ implantation হয়। যেমন –

🔹 Uterine tube (ampulla, isthmus, inyramural part)
এদের মধ্যে isthmus এর Abnormal implantation বেশি Dangerous।
🔹Ovary
🔹Abdominal Cavity
🔹At the level of the internal os

বুঝলে হিমু, এভাবে First week টা শেষ হয়। আসলে আরো অনেক কিছু বলার ছিল কিন্ত তুমি মনোযোগ ধরে রাখতে পারবে না। পরে আরেকদিন তোমাকে Second week এ কি হয় তা বোঝাবো।
হিমু বলল, ‘ডাক্তার সাহেব আপনার এসব কথা আমি সব বাসায় লিখে রাখছি, এগুলো নিয়ে ভবিষ্যতে একটা বই লিখে ফেলব।’
ডা. মনসুর মৃদু হেসে বললেন, ‘অবশ্যই হিমু, আশা করি তুমি পারবে, আজ তাহলে আমি উঠি, আমার একটু বাজারে যেতে হবে।’ হিমু বলল, ‘আমারো উঠতে হবে, আরেকদিন হঠাৎ করে চলে আসব, আজ চললাম, ভালো থাকবেন।’
ডা. মনসুর বললেন, ‘তুমিও ভালো থেকো হিমু।’
হিমু চলে গেল। আর কবে দেখা হবে তাদের কেউ জানে না।

Bayezid Hasan
Patuakhali Medical College
Session: 2018-19

Leave a Reply