Blog

Intrinsic Disease of Spinal Cord

Syringomyelia.

কথায় আছে না- ভালোবাসা মানে না কোন বাঁধা সেটা এই Syringomyelia থেকেও বোঝা যায়। আজকে আমার সামান্য আলোচনা এই syringomyelia নিয়ে।

Syrinx বলতে আমরা কি বুঝি?
Syrinx হচ্ছে একটা pathological fluid filled cavity যেটা spinal cord-এ হয়ে থাকে। এখন যদি কোনো কারণে বা developmental anomalies-এর জন্য syrinx form করে থাকে তাহলে সময়ের সাথে সাথে এই cavity-ও বড় হতে থাকে আর তার জন্য একজন মানুষের বিভিন্ন ধরনের presentation হয়ে থাকে। এই Syrinx যত বড় হতে থাকে ততই বিভিন্ন neurological tract-কে involve করতে থাকে:

  • Anterior horn cell.
  • Lateral spinothalamic tract.
  • Corticospinal tract.
  • যদি brain stem involve হয় তাহলে তখন তাকে বলা হয় syringobulbia।

এটা mostly হয়ে থাকে C8 to T1 region-এ। এছাড়াও এটা spinal cord এর বিভিন্ন area-তে হতে পারে৷ এখন কথা হচ্ছে এর কারণটা কি আর clinical presentation-ই বা কি রকম হয়?

প্রথমেই আসি কারণগুলো তে:

  1. Developmental anomalies of foramen magnum.
  2. Obstruction of fourth ventricle by congenital defect.
  3. Arachnoiditis of foramen of magendie and foramen of Luschka.

এবার আসুন আপনি neurological examination করে কি পাবেন?

আমি আগেই বলেছি Anterior horn-কে involve করে; যেহেতু Anterior horn হচ্ছে Lower motor neuron, তাই আমরা LMN lesion-এর feature গুলো পাব, upper limb-এ আর reflex পাওয়া যাবে না।

আবার যে level থেকে LMN lesion-এর features পাওয়া গেল ঠিক তার নিচ থেকেই শুরু হবে UMN lesion-এর features। এখানে সাধারণত Lower limb-এ UMN lesion-এর sign গুলো পাওয়া যাবে৷

আবার আমরা জানি, Spinothalamic tract হচ্ছে Ascending tract বা Sensory tract এবং এই Tract-এর fibre গুলো cross করে থাকে।
তাই যে level-এ syrinx থাকবে সেই level-এ spinothalamic tract-এর sensation পাওয়া যাবে না (pain, temperature)। কিন্তু demage-এর নিচের cross fibre গুলো কিন্তু intact। তাই সেখানে আবার pain, temperature sensation পাওয়া যাবে।

ওই যে আমি আগেই বলেছি ভালোবাসা syringomyelia-কে ও মানে না৷ এর explanation হিসাবে আমি বলব: syringomyelia-তে Dorsal column বা fasciculus cuneatus, gracilis থাকবে intact। তাই এই fibers গুলো যে sensation বহন করবে (Fine touch, vibration, position change) সবগুলো-ই present থাকবে৷

আবার, যদি brain stem involve হয় তাহলে

  1. Horner syndrome,
  2. Bulbar palsy,
  3. Tongue atrophy,
  4. Fasciculation ইত্যাদি পাওয়া যাবে।

Investigation:

  1. MRI of spinal cord.
  2. X-ray of neck.
  3. CSF study : High protein.

Management:
আসলে বলতে গেলে এর কোন specific treatment নেই৷ তাই আমাদের কে বোঝা উচিত যে patient counseling আর supportive treatment কত জরুরি।
Supportive therapy হিসেবে regular activity, physiotherapy ইত্যাদি। আবার decompression surgery-ও মাঝে মাঝে করা হয়ে থাকে৷

★ Last একটা কথা:
Syringomyelia-তে dorsal coloumn থাকে intact কিন্তু Neurosyphilis-এ dorsal coloumn সাধারণত affected হয়।
মানে Neurosyphilis হচ্ছে টাইম পাস ভালোবাসা (দয়া করে কেউ seriously নিবেন না)।

MD. Mehedi Hasan,
Sessions: 2015-2016,
KYAMCH, Sirajgonj.

Platform academic / Ariful Islam Neloy

Leave a Reply