আরোহী টিভিতে অলিম্পিক গেমস দেখার সময় খেয়াল করল সাঁতারুরা নরমাল মানুষের তুলনায় বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারে।সে তার মেডিকেল পড়ুয়া নাহিদা আপুর কাছে এর কারণ জানতে চাইলে তার আপু বলল সাঁতারুসহ বেশিরভাগ খেলোয়াড়রাই এরকম পারে কারণ তাদের “Functional Residual Capacity (FRC)” নরমাল মানুষদের তুলনায় বেশি থাকে।🥰 আরোহীঃ আপু, FRC মানে…
Abnormal breathing pattern কে আমরা grossly দুইভাগে ভাগ করতে পারি। ★With Apnea : 📗Cheyne Stokes breathing : এটি এক ধরনের Crescendo Decrescendo Pattern এর breathing অর্থাৎ শুরুতে gradual increase in volume and frequency হবে তারপর gradual decrease in volume and frequency then period of apnea, এভাবেই cycle টা বারবার repeat…
✅The respiratory centers situated bilaterally in the medulla oblongata and pons of the brain stem. ⭕Regulation of respiration 2 ধরণের :- Neural regulation Chemical Regulation ♻️Neural Regulation আবার ২ রকম – Autonomic /involuntary Voluntary – ইচ্ছাকৃত ভাবে আমরা যে inspiration, expiration নিয়ে থাকি- এটাকে control করে cerebral cortex। ◻️Autonomic regulation…
Oxygen-hemoglobin dissociation curve is the curve that demonstrate the relationship between partial pressure of oxygen and the percentage saturation of hemoglobin with oxygen. It explains hemoglobin affinity for oxygen. Hence, it’s also called the Oxyhemoglobin dissociation curve or Oxygen dissociation curve. Oxygen Dissociation Curve এর ক্ষেত্রে মনে রাখতে হবে ২…
আমরা জানি, যখন আমরা শ্বাস নেই তখন আমরা O2 গ্রহণ করি এবং CO2 ত্যাগ করি। বাতাস যখন শ্বাসের সাথে নেয়া হয় তখন Lungs এর ভিতরে সেই বাতাস filtration হয়ে O2 টুকু Blood এর মাধ্যমে পুরো শরীরের প্রত্যেকটা organ tissue তে যায়। সেখানে cellular metabolism শেষে যেই CO2 টুকু থেকে যায়…
Lungs এর মধ্যে বস্তা বস্তা Alveoli আছে। বস্তাগুলোকে একটার উপর আরেকটা রাখলে gravity এর জন্য উপরের বস্তা গুলোর চাপে নিচেরগুলো চিড়েচ্যাপটা হয়ে যাবে, আর উপরের গুলো ফুলে ফেঁপেই থাকবে। “উপরে মানে Apex, নিচে মানে base” অর্থাৎ Lungs এর Apex এর Alveoli ফুলে ফেপে সাইজে বড় বড়, Base এর Alveoli চিড়েচ্যাপটা…
Central Chemoreceptor: আমাদের Respiratory System সাধারণত পরিচালিত হয় দুইভাবে,সেন্ট্রালি এবং পেরিফেরালি।সেন্ট্রালি বলতে আমরা বুঝি ব্রেইনকে(Brain) ।ব্রেইনের একটা অংশ আছে পনস(pons),তার নিচে থাকে মেডুলা(Medullla)।পনস এবং মেডুলাতে কিছু সেন্টার অবস্থিত,যা আমাদের Respiration কে নিয়ন্ত্রন করে।পনসে থাকে Pneumotoxic Center এটা আমাদের Inspiration কে থামিয়ে দেয়,এতে Expiration শুরু হয়।এই সেন্টারের নিচে থাকে Apneustic Center,এটা…
আমাদের চারপাশে Sea Level এ Atmospheric Pressure থাকে 760mmHg .আমরা যখন উঁচুতে উঠে যাই,ধরুন ১০০০০ফিট উপরে উঠে গেলেন আপনি,তখন কিন্তু আপনার Atmospheric pressure টা আর আগের মতো থাকবেনা।কমে যাবে আগের থেকে অনেক,P(O2) ও কমে যাবে আগের থেকে।তাই আপনার শরীরের জন্য যতটুকু অক্সিজেন দরকার,ততটুকু অক্সিজেন আপনার ফুসফুস আপনাকে দিতে ব্যার্থ হবে।একজন…