19 September
ইদানিং ডা. মনসুর আলীর রাতে ঘুম হয় না। অনেক সময় নাইট ডিউটি থাকে তাই সময় পার হয়ে যায়, যেদিন থাকে না সেদিন সারা রাত জেগে বিভিন্ন বই পড়তে থাকেন। একদিন রাত ২ টায় কে যেন দরজায় টোকা দিল। ডা. মনসুর একা মানুষ তাই এত রাতে কে আসতে পারে ভেবে পাচ্ছিল…