26 September
শরতের পড়ন্ত দুপুর। কলেজের ক্যান্টিনে খাবারের পর্ব অনেক ক্ষন আগেই শেষ হয়েছে। তাই শান্ত ক্যান্টিনে মানুষ-জন নেই বললেই চলে। সেখানেই জানালার পাশের একটা চেয়ারে ঝিম মেরে বসে আছে ওমি। সামনের টেবিলে তার বই-খাতা গুলো এলোমেলো করে রাখা। ওমি ঢাকার একটি মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারে পড়ে। প্রতিদিন কলেজ শেষে বন্ধুরা মিলে…