27 January
ওয়ার্ডে একদিন এক স্যার বলেছিলেন: অটোইমিউন ডিজিজ গুলো সাধারনত দল বেঁধে আসে, এইজন্য একটা থাকলে আরো খুঁজে দেখতে হয়! এবারের পেশেন্ট আমার বাসার পাশের এক আপু। পেশায় ডাক্তার। বয়স ২৮/২৯ বছর হবে, বিবাহিত। কন্সিভ করার আগে ওনার রিউমাটয়েড আথ্রাইটিস ধরা পড়ে। ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করেন। এরপর আপু কন্সিভ করেন।…