25 June
৮ই ডিসেম্বর,সাল ১৯৯৫। ফরাসী সাংবাদিক,লেখক এবং বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন Elle এর সম্পাদক Jean Dominique Bauby স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঠিক ২০ দিন পর কোমা থেকে জেগে উঠেন। কিন্তু তিনি তার বাম চোখ বাদে শরীরের কোনো অংশই নাড়াতে পারছেন না। কথা বলার সক্ষমতাও নেই। তিনি যেন বন্দী,নিজের মাঝেই। চিকিৎসাশাস্ত্রে…