Prolactin

মাতৃদুগ্ধ কথন👩‍👦

আরাফ-নিশু দম্পতির ছোট সংসারে নব্য সদস্যের আগমনে সকলে খুশিতে আত্মহারা। কয়েকদিন যাবৎ আদরের সন্তান পর্যাপ্ত পরিমাণে মাতৃদুগ্ধ পাচ্ছে না দেখে নিশু বেশ চিন্তিত ছিল। এমতাবস্থায় নিশুর ঘনিষ্ঠ বান্ধবী ডাক্তার তাশফী এসে হাজির, আর তাকে পেয়ে জ্ঞানপিপাসু নিশুর যেন প্রশ্নের শেষ নেই! নিশু: মায়ের শরীরে Milk Production এ সাহায্যকারী হরমোন কোনটা?…