Tuberculosis

Tuberculosis নিয়ে যত কথা : Part 2

দুপুর গড়িয়ে এলো,রোদের তীব্রতাও তেমন বোঝা যাচ্ছেনা,ডাক্তারবাবু দীপাদের বাসার দিকে রওনা হলেন..। “কিরে দীপা,আছিস তোরা?”গলার আওয়াজ পেয়েই দীপার মা দরজা খুলে দিলেন”,আসুন ডাক্তারবাবু,দীপা ওর ঠাকুরমার ঘরেই আছে”।ডাক্তারবাবু আসলেন,মনোরমা কে দেখলেন কিছুক্ষণ,তারপর বললেন,”চিন্তা করিস না দীপা,এই রোগ সারানোর নানাবিধ ব্যবস্থা আছে”। দীপা:কি কি ওষুধপত্র লাগছে তাহলে? ডাক্তারবাবু: এটার ক্ষেত্রে আমরা যে…

Tuberculosis নিয়ে যত কথা : Part 1

শীতের সকাল,মিষ্টি রোদে উঠানের এক কোণায় বই নিয়ে বসেছে দীপা,কিন্তু কিছুতেই পড়ায় মন দিতে পারছেনা,দৃষ্টি তার ঠাকুরমার দিকে,রান্নাঘরের দরজায় মোড়া পেতে বসে খুকখুক করে কাশি দিচ্ছে,কেমন শুকিয়ে গেছে মনোরমা!খাবারেও রুচি কম,সন্ধ্যা করে জ্বরের ভাব হচ্ছে ইদানীং,আর কাশিটাও দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে। এরই মাঝে খোকন এলো,”কিরে দীপা,মাছ ধরতে যাবিনা আজ?” দীপা:…