Blog

3 famous people with ALS

কেউ কী বলতে পারবেন এনারা কারা? এনারা একজন আরেকজনের সাথে কীভাবে রিলেটেড?

আমরা অনেকেই Stephen Hawking ও তার কাজের সাথে পরিচিত হলেও Henry Louis Gehrig বা Jean Martin Charcot এর নাম আগে শোনা হয়নি। এনারা ভিন্ন পেশা ও কালের হয়েও এনাদের নিজ নিজ ক্ষেত্রে রয়েছে বিশেষ অবদান।

♣ ১৮ দশকের একজন প্রখ্যাত বেসবল প্লেয়ার ছিলেন, যিনি New York Yankees এর first baseman, pinch hitter হিসেবে খেলতেন। তিনিই হচ্ছেন Henry Louis Gehrig।

♣ অপরজন হচ্ছেন একজন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট ও এ্যানাটমিকাল প্যাথলজির প্রফেসর, Jean Martin Charcot। তিনি hypnosis এবং hysteria নিয়ে কাজ করার জন্য বিশেষ ভাবে খ্যাত।

তাহলে, এরকম আলাদা আলাদা পেশার হয়েও এনাদের যোগসূত্র কী?

♦উত্তরটি হচ্ছে ALS অথাৎ Amyotrophic Lateral Sclerosis.

♠Jean Martin Charcot হলেন সেই ব্যক্তি যিনি প্রথম এই বিরল রোগে আক্রান্ত হন; তার নাম অনুসারে রোগটির নামকরণ করা হয় Charcot disease.

♠ এরপর Henry Louis Gehrig ও এই রোগে আক্রান্ত হয়ে রিটায়ার করতে বাধ্য হন, তখন ALS, Lou Gehrig’s Disease নামে বেশি পরিচিতি পায়।

♠তবে Stephen Hawking এর অবিশ্বাস্য রেকর্ড সকলকে অবাক করে দেয়। তিনি মাত্র ২১ বছর বয়সে ALS এ আক্রান্ত হন এবং পরবর্তীতে ৫৫ বছর সারভাইভ করেন। সব থেকে মজার বিষয় হল তিনি একটি মাত্র ফেসিয়াল মাসল নাড়িয়ে কমিউনিকেট করতে পারতেন।

What is ALS?

ALS is a progressive, neurodegenerative disease affecting motor neurons (particularly anterior horn cells), causing paralysis of voluntary muscles of the body.

Sign Symptoms of ALS :
▪︎Initially,
♦ muscles weakness
♦ tremor
♦ tripping and dropping things
♦slurred speech

▪︎ As the disease progresses, difficulties in walking, talking, chewing and even breathing arises.

▪︎ Inappropriate laughing, crying and yawning

▪︎ Impairment of cognitive functions

♤Most common cause of death : respiratory failure.

Fahima Hasan, 3rd year,

MH Samorita Medical College (2017-18)

Leave a Reply