Blog

Muhammad Ali and Parkinsonism

আমাদের সবার প্রিয় ফেলুদা আর তোপসের কথা নিশ্চয় মনে আছে। বরাবরের মত এবারের গ্রীষ্মের ছুটিটাও বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আঁটছে তোপসে,এদিকে ফেলুদা বলল,”হ্যাঁ রে আজকে বিকালে চল সিনেমা দেখে আসি,বক্সিং নিয়ে কাহিনী, প্রিয়াঙ্কা চোপড়ার ‘Mary Kom’!”

তোপসে শুনেই বলল,”বাহ,বেশ হয়.. চলো তাহলে,আমার ভালই আগ্রহ আছে কিন্তু ফেলুদা এই বক্সিং নিয়ে…..”

ফেলুদা একটু হাসল।

সিনেমা শেষ করে ফেলুদা জিজ্ঞেস করলো আচ্ছা, একজন বিখ্যাত বক্সারের নাম বলতো দেখি?

তোপসে:মোহাম্মদ আলী!!🗿উনি ১৯৮১ সালে অবসরে যান আর ১৯৮৪ তেই এক বিশেষ রোগে মারা গিয়েছিলেন,জানো!

ফেলুদা:হুম, Parkinson’s Disease!

Fig: Muhammad Ali

তোপসে:সে আবার কি?

ফেলুদা:📀It’s a degenerative disease affecting the basal ganglia & is characterized by rigidity,bradykinesia,tremor and postural instability.

তোপসে:আচ্ছা ফেলুদা,কিভাবে বোঝা গেল যে এই রোগটা হয়ছে?

ফেলুদা:কিছু Sign ছিলো,বলি শোন-

♦Resting tremor
♦Difficulty in walking
♦Small handwriting
♦Sleep Problem
♦poor balance
♦Bradykinesia
♦Facial masking

Fig: Symptoms of Parkinsonism

তোপসে: মানুষের দেহে কি এমন ঘটনা ঘটে ফলে এই রোগের শুরু হয়?

ফেলুদা: The pathophysiogy of Parkinson’s disease is death of dopaminergic neurons, as a result of changes in biological activity in the brain with respect to Parkinson’s disease.

তোপসে:একটু চিন্তিত হয়ে বললো,তাহলে আরোগ্য লাভের উপায় আছে কোন?

ফেলুদা: নাহ,তবে ওষুধ প্রয়োগে লক্ষণ গুলা নিয়ন্ত্রণে আনা যায়।
কিছু ♠Drugs আছে এটার জন্য…

🔵Drugs that increase central Dopaminergic activity-
📍Levodopa
📍Bromocriptine
📍Pergolide
📍Amantidine
📍Selegiline
📍Tolcapone

🔵Drugs that Decrease Cholinergic activity
📍Procyclidine
📍Orphenadrine

তোপসে:আচ্ছা ফেলুদা,এতগুলা ড্রাগের মধ্যে কোনটা বেশি ইউজ করা হয়?কিভাবে কাজ করে জানো?

ফেলুদা:🖌Levodopa.

⭕M/A:- Levodopa enters the brain & Decarboxylated to dopamine,➡dopamine stimulates dopamine receptors➡⬆dopamine activity ➡antiparkinsonism.

তোপসে:এই ড্রাগ টা যে ব্যবহার করা হয়,তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়না?

ফেলুদা:হয়না তা নয়,অবশ্যই হয় কিন্তু ক্ষতির থেকে লাভ টা বেশি হয়,বুঝলি?
✴Adverse effect of levodopa
📍Lightheadedness📍Nausea📍Vomiting 📍Anorexia📍Tachycardia📍Atrial Fibrillation📍Postural hypotension📍Dyskinesia📍Depression 📍Insomnia 📍Hallucination 📍Agitation📍Somnolence

তোপসে:অনেক সমস্যাই দেখছি হয়,ছোট বড় মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে?

ফেলুদা:হাসল,বলল নাহ
🚫Contraindication গুলো হলো-
🔓Schizophrenia🔓Angle-closure glaucoma🔓Active Peptic ulcer🔒Melanoma

তোপসে:কত কিছু জানো তুমি ফেলুদা!!ফেলুদা হেসে বলল,”তুইও জানবি ধীরেধীরে,স্কুলে বন্ধুবান্ধব এর কাছে এটা গল্প করতে পারিস।”
তোপসে বলল,”তা বটে।”

এমন সময় কলিং বেল বেজে উঠল,হয়তো এ ছুটিতেও একটা থ্রীলার কাহিনী হতে চলেছে,মনে মনে বলে উঠল তোপসে…।

Jinat Afroz Kiron, 4th year

Pabna Medical College (2016-17)

Leave a Reply