Blog

Inquest: Why Does It Matter In Autopsy | গল্পে গল্পে ফরেনসিক ২

Autopsy এর pre-requisite হিসেবে Inquest খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে এ নিয়েই আলোচনা করবো।

গল্প দিয়েই আজকের পর্ব শুরু করি। বেলা দুইটা বাজে। হঠাৎ থানায় কল এলো। ফোন ধরলেন Sub-inspector জয়নাল সাহেব। ফোনে একজন জানালো, ১৮ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে – নাম হাবীব। জয়নাল সাহেব এই unnatural death এর খবর শুনে নিকটস্থ Executive Magistrate কে খবর দিলেন। তারপর একজন Assistant sub-inspector(ASI) ও একজন constable নিয়ে দ্রুত পৌঁছে গেলেন ঘটনাস্থলে। শুরু করলেন তদন্ত। মৃত্যুর সময়কালে তার ঘরে কেউ ছিল না। বাবা-মা দুজনই অফিসে। শুধুমাত্র তার বন্ধু শাহরিয়ার কিছু সময়ের জন্য আড্ডা দিতে এসেছিল। বেলা ১২ টায় বাড়ির কাজের বুয়া নাফিসা এসে ঘরের দরজা পায় এবং হাবীবকে খুঁজতে গিয়ে তাকে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। তারপর নাফিসা ফোন করে তার বাবা-মা কে জানালে তারা এসে ছেলের লাশ দেখেন। এরপর Sub-inspector জয়নাল সাহেব মৃতদেহ ও ঘটনাস্থল পরিদর্শন করলেন ওই তিনজন সাক্ষীর সামনেই। হঠাৎ তার মনে খটকা লাগলো। গলায় Knot টা যেভাবে বাঁধা হয়েছে তাতে মনে হয় না এটা আত্মহত্যা, তাছাড়া সেখানে কোন চেয়ার বা টুল নেই যা দিয়ে সে ফ্যানে দড়ি বেঁধে আত্মহত্যা করতে পারবে। জয়নাল সাহেব সিদ্ধান্তে আসলেন এটা murder। তার বন্ধু শাহরিয়ার suspect হতে পারে। এরপর তিনি একটি inquest report তৈরি করলেন যাতে তিনি মৃত্যুর কারণ হিসেবে কেউ গলায় দড়ি দিয়ে তাকে murder করেছে বলে উল্লেখ করেন। রিপোর্টে তিনি সাক্ষীদের সই নিলেন এবং নিজেও সই করলেন। যেহেতু তার মনে সন্দেহ ছিল এটি murder, তাই তিনি body কে দাফনের জন্য দিলেন না। নিকটস্থ Authorized Medical College এ পাঠিয়ে দিলেন Autopsy এর জন্য। এরপর এক কপি inquest report পাঠিয়ে দিলেন District Magistrate এর কাছে এবং আরেক কপি পাঠিয়ে দিলেন সরকারী হাসপাতালের RMO(Resident Medical Officer) এর কাছে। এই গল্পটা যদি মনোযোগ দিয়ে পড়ে থাকো,তাহলে বুঝবে inquest কি জিনিস আর Police inquest কি এবং এর Steps কী কী?

Inquest: It is an inquiry into the cause of death. (Sub-Inspector জয়নাল সাহেব হাবীবের মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্ত করেছেন)

বাংলাদেশে মূলত দুধরনের inquest হয়:

  1. Police inquest
  2. Magistrate inquest

Police inquest নিয়ে বলি-

Police Inquest এর steps:

  • Conducted by a police officer, also known as investigating officer who is not below the rank of Sub-inspector(SI) (এখানে investigating officer SI জয়নাল, তিনি তদন্ত করেছেন, তার সাথে থাকা Assistant Sub-inspector অথবা constable নয়।)
  • At first the police recieves Information about unnatural death from an area. (জয়নাল সাহেব ফোনে খবর পেলেন হাবীবের মৃত্যুর ব্যাপারে)
  • Then he informs to the nearest Executive magistrate and goes to the place of death. (জয়নাল সাহেব নিকটস্থ Magistrate কে inform করলেন এবং ঘটনাস্থলে গেলেন)। It is according to the Code of Criminal Procedure, ACT NO. V Of 1898, Section 174, Subsection 1, but now the words “nearest Executive Magistrate” were substituted for the words “nearest Magistrate” by section 60(a) of the Code of Criminal Procedure (Amendment) Act, 2009 (Act No. XXXII of 2009) (with effect from 1st November, 2007)অর্থাৎ, বর্তমান আইনে executive magistrate শব্দটি ব্যবহার করা যাবে না, তার বদলে Magistrate শব্দটি ব্যবহার করতে হবে।
  • He conducts an inquiry into the cause of death in presence of two or more witnesses. (Sub-inspector জয়নাল সাহেব মৃতদেহ ও ঘটনাস্থল পরিদর্শন করলেন ওই তিনজন সাক্ষীর উপস্থিতিতেই)
  • He prepares an inquest report about the cause of death as judged by him and the witnesses. (জয়নাল সাহেব inquest report এ এটাকে আত্মহত্যা নয় বরং Murder বলে উল্লেখ করেছেন, তার বিচার বিবেচনা ও প্রমাণাদি অনুসারে)
  • The report is then signed by him and and the witnesses present and sent one copy of the inquest report to the District magistrate and another copy to the RMO. (জয়নাল সাহেব inquest report এ সাক্ষীদের সই নিলেন এবং নিজেও সই করলেন। District Magistrate এর কাছে এক কপি পাঠালেন, আরেক কপি পাঠালেন RMO এর কাছে।)
  • If no foul play is suspected, the dead body is released for disposal.
  • If foul play is suspected, the body is sent for autopsy to the nearest authorized government medical college with the copy of inquest (যেহেতু জয়নাল সাহেবের মনে সন্দেহ ছিল এটি murder, তাই তিনি body কে দাফনের জন্য দিলেন না। তিনি তা নিকটস্থ Authorized Medical College এ পাঠিয়ে দিলেন Autopsy এর জন্য)
  • Two copies of inquest report will be sent – one to the Magistrate and the second one to the autopsy surgeon. (জয়নাল সাহেব এক কপি inquest report পাঠিয়ে দিলেন Magistrate এর কাছে এবং আরেক কপি পাঠিয়ে দিলেন সরকারী হাসপাতালের RMO এর কাছে।)


এবার Magistrate inquest এ আসি-

আরো কয়েকটা গল্প বলি।

প্রথম গল্পঃ তারেক, সজীব, বাবলু তিন ভাই। সবাই নামকরা সন্ত্রাসী। তারেক খুনের দায়ে জেলে। হঠাৎ একদিন সে জেলখানায় মারা গেল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে। আরেক ভাই সজীব দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে Police Custody তে ছিল, তাকে interrogate করার সময় পুলিশের মারধরের কারণে সে মারা গেল। আর বাবলু তো Professional killer। সে এখন পুলিশের Hit list এ। আত্মগোপনে ছিল প্রায় দুমাস। পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ পুলিশ তার খোঁজ পায় এবং সে যে স্থানে আত্মগোপন করে ছিল সেখানে ঢুকে পরে। তারপর পুলিশ ও বাবলুর মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হলো। বাবলু মারা গেল। একজন Uniform পড়া পুলিশও মারা গেল পাল্টাপাল্টি গুলিবর্ষণে।

দ্বিতীয় গল্পঃ ঐতিহাসিক ঘটনা বলি। যুক্তরাষ্ট্রের ১২ তম প্রেসিডেন্ট Zachary Talyor (1784-1850) এর লাশ কবর থেকে তুলে তার মৃত্যুর কারণ খোঁজা হয়েছিল। তিনি ১৮৫০ সালের জুলাই এর ৯ তারিখ মারা যান GIT infection এর কারণে। তিনি মৃত্যুর ৫ দিন পূর্বে দুধ এবং চেরি ফল খেয়েছিলেন। তিনি কৃষ্ণাঙ্গ বিরোধী ছিলেন এবং অভিযোগ আসলো কৃষ্ণাঙ্গরা দুধে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছে। তাই তার দেহকে কবরস্থান থেকে বের করে মৃত্যুর আসল কারণ খোঁজা হয়েছিল, যাকে আমরা বলি exhumation।

তাহলে Magistrate inquest কখন করা হয় তা উপরের উদাহরণ থেকে জানা যাক:

  • Death in prison. (তারেক হঠাৎ একদিন জেলখানায় মারা গেল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে। এখানে একটা কথা বলে রাখি, Prison এ যদি natural death ও হয় তাও Magistrate inquest করবে। তাই তারেকের ক্ষেত্রেও Magistrate inquest করবে।)
  • Death in police custody and while under police interrogation or investigation. (সজীব দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে Police Custody তে ছিল, তাকে interrogate করার সময় পুলিশের মারধরের কারণে সে মারা গেল।)
  • Death due to police firing (বাবলু police firing এ মারা গেল)
  • Death of any uniformed person (একজন Uniformed Police বাবলু গ্যাং এর সাথে গোলাগুলিতে মারা গিয়েছে)
  • Exhumation cases (Zachary Talyor এর exhumation)

Magistrate inquest কারা করে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে। এটা করে:

  1. District Magistrate
  2. Sub divisional magistrate
  3. Any other executive magistrate.

The words “District Magistrate” were substituted for the words and comma “the Chief Metropolitan Magistrate, the District Magistrate or Sub-divisional Magistrate” by section 60(b) of the Code of Criminal Procedure (Amendment) Act, 2009 (Act No. XXXII of 2009) (with effect from 1st November, 2007)

তার মানে বর্তমান আইনে এখন Magistrate inquest করতে পারবে:

  1. Chief Metropolitan Magistrate
  2. District Magistrate
  3. Sub-divisional Magistrate
  4. Executive magistrate

Sadman Jawad Chowdhury
Chattogram Maa-O-Shishu Hospital Medical College, Session: 2017-2018

Leave a Reply