Autonomic nervous system

ঝর্না আপুর Autonomic Nervous System Pharmacology ক্লাসে একদিন

এই করোনাকালে এক ছোট্ট অনলাইন ক্লাসের আয়োজন করেছেন আমাদের প্রিয় ঝর্না আপু। অনেক স্টুডেন্ট এর সামাহার। তার মধ্যে আছে মেধাবী ছাত্রী আম্বিয়া‍, টুনি আর দুষ্টু মন্টু মিয়া। চলুন দেখে আসি Autonomic Nervous System Pharmacology ক্লাসটির এক ঝলকঃ ঝর্না আপু: এই যে বাচ্চারা, বল তো আমাদের দেহের সব System Control করে…

Discussion about Sympathetic Nervous System ।। হাবিজাবি ১৯

ছোটবেলায় শোনা এক গল্প দিয়ে শুরু করি। এক জেলে মাছ মেরে ঝুড়ি ভর্তি করে বাড়ি এসেছে। এসে বউকে বলছে, ‘রান্না করো। আমার শরীরটা কেমন জানি চুলকায়, গোসল করে আসি।’ বউ ঝুড়ি থেকে মাছ উঠানে ঢাললো। ঢালা মাত্রই দেখে সেখানে এক জীবন্ত সাপ। দেখে তো বউ এর চিৎকার! তা শুনে ছেলের…