31 May
মিসির আলী স্যার আজকে Heart এর পেন্ডিং আইটেম নেবেন বলে ডেট দিয়েছিলেন। এদিকে Heart এর আইটেম ভেবেই ভয়ে আধমরা হয়ে আছে শুভ্র। স্যার এর রুমে দরজায় উঁকি দিতেই স্যার জিজ্ঞেস করলেন, SIR: কি রে??চেহারার এই হাল কেন?🤔Heart এর Item দিতে এসেছিস!!দেখে মনে হচ্ছে হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার? হুম?শুভ্র: না স্যার তেমন…