Parkinson’s disease

পার্কিনসন ডিজিজের পাঁচকথা!

Epidemiology: • ৬০ বছরের বেশি বয়স্কদের বা এর আশেপাশে হয়ে থাকে, ৫% হয়ে থাকে ৪০ বছরের নিচে। • সারা পৃথিবীর প্রায় ১০ মিলিয়ন মানুষ এই Neurodegenerative disease এ আক্রান্ত। • প্রতি ১০০০ জন মানুষের মধ্যে ১-২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। নামকরণঃ ব্রিটিশ ফিজিশিয়ান James Parkinson এর নাম অনুসারে।…

Let’s Know about Parkinson’s Plus with Parkinson’s Disease

Today’s topic – 1. Parkinson’s Disease 2.  Parkinson’s plus syndrome 3. SDS (Shy-Drager Syndrome)   4. SROS (Steele Richardson Olszewski Syndrome)   5. OPCA (Olivopontocerebellar Atrophy)   6. Corticobasal degeneration ব্রিটিশ ফিজিশিয়ান জেমস পারকিনসন এর নামেই এই disease এর নামকরণ করা হয়েছে। জেমস পারকিনসন একে Shaking palsy নামে অভিহিত করেন। সাধারণত এই রোগ…

Muhammad Ali and Parkinsonism

আমাদের সবার প্রিয় ফেলুদা আর তোপসের কথা নিশ্চয় মনে আছে। বরাবরের মত এবারের গ্রীষ্মের ছুটিটাও বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আঁটছে তোপসে,এদিকে ফেলুদা বলল,”হ্যাঁ রে আজকে বিকালে চল সিনেমা দেখে আসি,বক্সিং নিয়ে কাহিনী, প্রিয়াঙ্কা চোপড়ার ‘Mary Kom’!” তোপসে শুনেই বলল,”বাহ,বেশ হয়.. চলো তাহলে,আমার ভালই আগ্রহ আছে কিন্তু ফেলুদা এই বক্সিং…