15 August
সাদিয়া আর সামিয়া দুই বোন। সাদিয়া পঞ্চম বর্ষে আর সামিয়া চতুর্থ বর্ষে পড়াশুনা করে। কোভিড প্যান্ডেমিকে দুইজনেই এখন ঘরবন্দী। সাদিয়া সারাক্ষণ মুভি দেখা আর ঘুমানোতেই ব্যস্ত। অন্যদিকে সামিয়া গল্প, উপন্যাস, কবিতার বই পড়ার পাশাপাশি টেক্সট বই পড়ে যাচ্ছে। এসবের জন্যে প্রায়ই সাদিয়াকে বাবা-মার ধমক খেতে হয়। তাই সাদিয়া একদিন ভাবলো…