29 November
মেহুল বরাবরের মতই আরামপ্রিয়, সাথে শীতের সকাল, জানালা দিয়ে মিষ্টি রোদ এসে পড়ছে ঘরের ভেতর, বেশ মজাই লাগছে শুয়ে থাকতে। এদিকে বাবাই দা নাকি বিকেলে কোন কাজে বেরুবে, তাই আজ সকালে যেতে বলেছে মেহুলকে! মেহুল তো ভুলেই গিয়েছিল সে কথা! হুট করা মনে হওয়াতে তাড়াহুড়ো করে উঠে কোনমতে ঠিকঠাক হয়েই…