23 June
কুল বংশের রাজা বকুল ঢাকায় আসিলো বেড়াইতে। তারপর গাবতলী থেকে মুড়ির টিনে চড়িয়া গেল গুলিস্তান। খুঁজিয়া পাইলো পাবলিক টয়লেট, মূত্র বিসর্জন করিয়া তবেই শান্তি! বাসে ওঠার আগে গরমে অতিষ্ঠ হইয়া বকুল কয়েক বোতল পানীয় পান করিয়াছিলো। এরই ফলস্বরূপ তার মূত্রথলি পূর্ণ হইয়া বেশ পীড়াদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। যার কারণ হইলো,…