Blog

Restoring sight with a tooth: Osteo-odonto-keratoprosthesis:

Osteo-odonto-keratoprosthesis (OOKP), যাকে আমরা সচরাচর “tooth-in-eye” সার্জারি বলে থাকি, হচ্ছে এমন একটি ভিন্নধর্মী পদ্ধতি যেখানে দাঁত প্রতিস্থাপনের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেয়া যায়!!
OOKP কে নির্দ্বিধায় opthalmology র একটি বিরাট মাইলফলক হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।

১৯৬৩ সালে Professor Benedetto Strampelli রোমের San Camillo হাসপাতালে এই অনবদ্য সার্জিক্যাল প্রসিডিওরটি প্রথম ব্যাখ্যা করেন। পরবর্তীতে ৯০ এর দশকের দিকে, Falcineli, Strampelli র এই কনসেপ্টটি অনুসরণ করে ক্রমান্বয়ে প্রসিডিওরটি আরো উন্নত করেন।

কাদের ক্ষেত্রে OOKP করা প্রযোজ্য?

যাদের corneal blindness আছে এবং নানা ধরনের জটিলতার কারণে corneal transplant এর মতো সার্জারি করা সম্ভব নয়।

OOKP কীভাবে করা হয়?

এই অস্ত্রোপচারটি দুই স্টেজে করা হয়।

স্টেজ ১ঃ

  • প্রথমে চোখের পুরো ocular surface রিমুভ করে একটি buccal mucous graft দ্বারা কভার করে দেয়া হয়।
  • এরপর রোগীর একটি দাঁত (canine/ premolar) রিমুভ করে তাতে drill করে একটা hole করা হয়।
  • এই hole এ একটি plastic lens স্থাপন করা হয়।
  • তৈরি হয়ে গেল lens-tooth complex.
  • সবশেষে implant টি subcutaneous tissue তে ২-৪ মাসের জন্য রেখে দেয়া হয়।
  • এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, blood vessels যাতে implant টির চারপাশে গ্রো করে এটিকে বেষ্টিত করার সুযোগ পায়।

স্টেজ ২ঃ

  • চোখে স্থাপনকৃত Buccal Mucosal graft টি তে incision দিয়ে Implant টি ওখানে বসানো হয়।

২০১৩ সালে,The Telegraph কে দেয়া সাক্ষাৎকারে Ian Tibbettes জানান তার OOKP র সফল অস্ত্রোপচারের কথা।
১৯৯৯ এ একটি দুর্ঘটনায় corneal damage এর ফলে Ian তার দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে ২০১২ সালে Sussex Eye Hospital এ তার চোখে osteo-odonto keratoprosthesis করার মাধ্যমে তিনি ফেরত পান তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি।
Ian এর মতো আরো অনেকেই সফলভাবে তাদের দৃষ্টি ফেরত পেয়েছেন।
উল্লেখ্য, এই অনন্য সার্জিক্যাল পদ্ধতির সাফল্যের হার ৮০-৯০%.

Fahima Hasan
MH Somorita Medical College
2017-18

Leave a Reply