Blog

মা-ছেলের Visual pathway কথন

শ্রাবণের ধারা অঝরে ঝড়ছে, তাই আজ ছেলেকে স্কুলে নিয়ে যাবেন না ডাঃ সুমাইয়া। তার নিজেরও আজ চেম্বার নেই। ছেলেটাকে একটু সময় দিতে পারবেন ভেবেই তিনি খুশি। ঘরের টুক টাক কাজ শেষ দিয়ে ছেলেকে নিয়ে বসেছেন বারান্দায়। বৃষ্টি দেখতে খুব পছন্দ করে অন্তর। বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ অন্তর বলল,
অন্তর: মা, আমরা কি একটি চোখ দিয়ে দেখি?
মা: না বাবা, কেন?

অন্তর: তাহলে আমরা দুই চোখ দিয়ে এক জিনিস কিভাবে দেখি?
মা: কারণ আমাদের vision হচ্ছে binocular vision।

অন্তর: What is binocular vision?
মা: It is the vision where a part of the visual field is taken by one eye and the rest is taken by another one.

Fig : Binocular Vision.


শুধু তাইনা human vision stereoscopic, এজন্য আমরা কোনো জিনিসের 3D ছবি দেখি। আর human vision colored, তাই আমরা রং ও দেখতে পারি।

ছেলে: মা এই vision এর জন্য কি কোনো nerve দরকার হয়?
মা: হ্যাঁ বেটা, আমাদের যে বারোটা cranial nerve আছে তার 2nd nerve টি হলো optic nerve।
এই nerve আমাদের vision এ help করে।

ছেলে: মা, এটা কোথা থেকে আসে?
মা:
⬇️
Fetal লাইফ এ 22 দিন এর সময় optic vesicle grow করে,
⬇️
যেটা forebrain এর একটি outpocketing।
⬇️
After invagination of optic vescicle the double walled optic cup is formed.
⬇️
এই optic cup থেকে চোখ develop করে।
⬇️
আর cup টি brain এর সাথে যুক্ত থাকে optic stalk দিয়ে৷
⬇️
This optic stalk has a groove, the choroid fissure.
⬇️
Seventh week এ এই fissure টি close হয়ে যায়, আর এর ভিতরে তৈরি হয় একটি lumen।
⬇️
Lumen টিতে তখন থাকে hyaloid artery।
⬇️
যেটাকে পরে বলি central artery of retina।
⬇️
Lumen এর ভিতরে আরও থাকে retina। Retina থেকে আসে nerve fiber। এই nerve fiber গুলোই form করে optic nerve।

ছেলে: Retina এর কোন layer থেকে আসে?
মা: Ganglionic layer. আসলে the fibers of the optic nerve are the axons of the cells in the ganglionic layer of the retina.

ছেলে: সব গুলো axon কি converge হয়?
মা: হ্যাঁ, তারা optic disk এ converge হয়।

ছেলে: Converge হয়ে কোথায় যায়?
মা:

প্রথমে eye থেকে বের হয়। Center থেকে (3-4) mm nasal side এ।
⬇️
তারপর orbital cavity থেকে বের হয় optic canal দিয়ে।
⬇️
এরপর ডান ও বাম চোখের nerve unite করে form করে optic chiasma।
⬇️
Which is situated at the junction of the anterior wall and floor of the third ventricle.
⬇️
Optic chiasma থেকে emerge করে optic tract।
⬇️
Which passes posterolaterally around the cerebral peduncle and terminates by synapsing with the nerve cells in the lateral geniculate body.
⬇️
এই lateral geniculate body হচ্ছে pulvinar of the thalamus এর একটি projection।
⬇️
তো এই lateral geniculate body এর nerve cell এর axon গুলো বের হয়ে আসে optic radiation এর রূপে।
⬇️
এই fiber গুলো internal capsule এর retrolenticular part হয়ে যেতে থাকে এবং visual cortex (area 17) এ terminate করে।
⬇️
যখন তোমার retina তে থাকা rod ও cone cells গুলোতে কোন আলো পরে, তখন সেখানে impulse create হয়।
⬇️
আর optic nerve তখন সেই impulse কে visual cortex এ carry করে নিয়ে যায়।
⬇️
তখনই আমরা সেই আলোটাকে দেখতে পাই।

Fig : Visual pathway.

বাকি কিছু না বুঝলেও আলো টা যে দেখতে পাচ্ছি। এটা চিন্তা করেই অন্তর বলে, “আলহামদুলিল্লাহ মা, আল্লাহ আমাদের কত সুন্দর করে তৈরি করেছেন।”
মা: হ্যাঁ, কিন্তু আমাদের এই optic nerve টা একটু peculiar।

ছেলে: কেমন peculiar?
ডাঃ সুমাইয়া হেসে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, “সেটা তুমি যখন MBBS পড়বে তখন জানতে পারবে, তবে এখন জেনে রাখো এই nerve টি pure sensory।”
বৃষ্টির ধারার সাথে মা ছেলের গল্প চলতে থাকে।

Khandaker Al Yasa
International Medical College
Session: 2018-2019

প্ল্যাটফর্ম একাডেমিক / সাহিনা আক্তার সুমা

Leave a Reply