Blog

Clinical case Part- 04


রোগী: ডাক্তার সাহেব কয়দিন ধরে শরীরের ওজন অস্বাভাবিক ভাবে বাড়তেসে, চুল পড়ে যাচ্ছে,
বসা থেকে উঠতে গেলে খবর হয়ে যায়,
মনে হচ্ছে হাড্ডি গুলাও ভেঙে ভেঙে আসে।
মুখটাও কেমন জানি মিষ্টিকুমড়ার মতন হয়ে গেলো!
ডাক্তার: তাই নাকি! শরীরে নাকি আগের মতো শক্তিও নাই?
রোগী: ঠিক ধরেছেন ডাক্তার সাহেব, আগের মতন জোর পাই না। গায়ের চামড়া গুলাও কেমন নরম হয়ে গেলো সাথে লাল লাল দাগ, ধরলেই ছিড়ে চলে আসার উপদ্রব।
ডাক্তার: Diabetes, Pressure এর সমস্যাও কি শুরু হইসে?
রোগী: এটাও ঠিক ধরেছেন ডাক্তার সাহেব। চোখেও ইদানিং ঝাপসা দেখতেসি।
ডাক্তার: আর কী কী সমস্যা?
রোগী: পেটেও সমস্যা স্যার, পায়খানা কালো হয় মাঝেমধ্যে। খালি বমি বমি লাগে, খাওয়া দাওয়াই শান্তি নাই।


ডাক্তার: এবার সুন্দর করে বলে ফেলুন, আপনার নাকি বডি বিল্ডার হওয়ার শখ ছিল?
রোগী: আরে স্যার আপনি তো দেখি আমার মনের কথা সব ই জানেন। দুঃখের কথা কী আর বলি স্যার,
কলিকাতা হারবালে গিয়েছিলাম বডি বিল্ডার হওয়ার আশায়। কিছু স্পেশাল ঔষুধ খাইসিলাম, তার পর থেকেই আমার এই অবস্থা। তার আগে সম্পূর্ণ সুস্থই ছিলাম।
ডাক্তার: আপনার দুঃখ আমি বুঝতে পারি। এবার আপনাকে একটা Low-dose dexamethason suppresion test করে দেখতে হবে।
রোগী: আমার রোগ কী ধরতে পেরেছেন ডাক্তার সাহেব?
ডাক্তার: আপনার রোগটির নাম সম্ভবত Latrogenic Cushing Syndrome.
এবার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আমাদেরকে নিশ্চিত হতে হবে।
রোগী: এই রোগের চিকিৎসা কী?
ডাক্তার: আপনার সমস্যার জন্য Metyrapone আর Ketoconazole এই জাতীয় ঔষুধ গুলো দেয়া হয়ে থাকে। আর কলিকাতা হারবালের স্পেশাল ঔষুধ গুলা বাদ দিতে হবে। এছাড়াও আরো অনেক কারণে আপনার এই রোগটি হতে পারে, তাদের জন্য চিকিৎসা পদ্ধতি ভিন্ন ভিন্ন।
রোগী: আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব।
ডাক্তার: সুস্থ হওয়ার পর আরেক বার কলিকাতা হারবাল থেকে ঘুরে আসিয়েন তাইলে।
রোগী: বাপের জন্মে শিক্ষা হয়ে গেসে স্যার, এ ভুল আর জীবনেও করবো না।

(N.B.Cushing syndrome-
most common cause is Iatrogenic Steroid abuse)

Dr. Miskatul I Tanvir
Chittagong Medical College
Session: 2014-15

Platform Academic/ Gazi Abdullah Al Mamun

Leave a Reply