Blog

অভিমানী পারু আর দেবুদার H. pylori পঠন

বেশ কয়েক সপ্তাহ দেখা হয় না দেবদাসের সাথে। এইদিকে পার্বতী অস্থির, পড়াশুনা ভাল লাগে না। কি আর করবে? চিরকুট লিখে মনোরমাকে দিয়ে পাঠিয়ে দিল। দেবদাস চিরকুট পাওয়া মাত্রই ছুটে এলো।

👦দেবদাস: পারু, রাগ করে না। আজ কি পড়াতে হবে?

👧পার্বতী: আমি কখনো রাগ করি না, দেবদা।
Helicobacter পড়াতে হবে।

👦দেবদাস: ওহ Helicobacter pylori!
বই আছে সাথে?
👧 পার্বতী: এই নাও (বই দিতে দিতে)। Disease কি করে বলে দাও।

👦 দেবদাস: 🚩Gastritis
🚩Peptic ulcer
এছাড়াও, Gastric carcinoma এবং Mucosal-associated lymphoid tissue (MALT) lymphomas এর risk factor হিসেবে কাজ করে।

👧পার্বতী: এবার তাহলে important properties বল।

👦দেবদাস: 🚩Curved
🚩Gram negative rods
এখানে মনে রাখবি, Helicobacter urease-positive কিন্তু Campylobacter urease-negative.

👧পার্বতী: Pathogenesis টা বলে দাও।

Fig : Pathogenesis of H. pylori.

👦দেবদাস: কিরে পারু! কোনো সমস্যা?

👧পার্বতী: আরে না। আমার কিসের সমস্যা হবে!
আসলে কেন? (বরাবরের মত অভিমানী পার্বতী)

👦দেবদাস: তাহলে মনোরমা যে চিরকুট নিয়ে..

👧পার্বতী: ও কিছু না। পড়াশুনা হচ্ছে না আমার। তুমি কি আর বুঝো এসব? সারাদিন থাকো পড়া নিয়ে ব্যস্ত।

👦দেবদাস:
♦প্রথমে Helicobacter pylori, gastric mucosa এর mucus-secreting cells এর সাথে attach হয়। Oraganism এর urease দিয়ে urea থেকে ammonia তৈরি করে, পাশাপাশি inflammatory response এর জন্যে mucosa damage হয়।
♦এছাড়া, ammonia stomach acid neutralize করে organism কে survive করতে সহয়তা করে।
♦এভাবেই protective mucus coating damage হয়। যা পরবর্তীতে Gastritis, gastric ulcer করে।

👧 পার্বতী: দেবুদা, তুমি এত পারো কিভাবে?

👦দেবদাস: তুইও পড়লে পারবি। কিন্তু তুই যে পড়তে চাস না।

👧পার্বতী: Laboratory diaganosis কিভাবে? এটা বলে দাও তাহলেই তোমার ছুটি?

👦 দেবদাস: তুই কি কখনো আমাকে ছুটি দিবি?
তোর কাছ থেকে ছুটি চাই না রে, পারু।

👧পার্বতী: (নিজের নিয়ন্ত্রন করে) তাড়াতাড়ি বলো, ক্লাসের সময় হয়ে যাবে।

👦দেবদাস:
★Gram staining →Gram negative rods.
★Urea breath test.
★Test for helicobacter antigen in stool.
★Presence of IgG antibodies in serum.
এগুলো করা যায়।

👧পার্বতী: Urea breath test টা সম্পর্কে কিছু বল।

Fig : Urea breath test.


👦দেবদাস: আগে তো বললাম, Helicobacter হচ্ছে urease possitive. Patient কে radiolabeled urea ingest করা হয়। Urease, urea কে ভেঙে radiolabeled CO2 তৈরি করে। পরবর্তীতে Breathing এ Radioactivity detect করা হয়।
আর মনে রাখবি, Test for helicobacter antigen in stool হচ্ছে confirmatory test.

👧পার্বতী: ঠিক আছে, এবার পারব।

👦দেবদাস: আচ্ছা ঠিক আছে। আজ স্লাইস কেক নাই?

👧পার্বতী: না (বিরক্তের সাথে)।

বলেই উঠে চলে গেল পার্বতী। কতক্ষন একা একা বসে রইলো দেবদাস। ভাবলো, “কি আর করা? পারু তো এমনেই, কি কারনে কখনো অভিমান করে বুঝা বড় দায়।”

Reference : Lange Review Of Medical Microbiology and Immunology, 15th edition, page :156

Platform Academic / Anisur Rahman Riad
Shaheed Syed Nazrul Islam Medical College
Session : 2016-17

Leave a Reply