Blog

Some Common Abbreviations of Dermatology Diseases

একটা সময় ছিলো যখন আমি ডার্মাটোলজি সম্পর্কে একেবারেই বুঝতাম না। চেম্বারে বসলে শুধু চিন্তা করতাম যেন গাইনী/ মেডিসিন এর রোগী যেন আসেন। চর্মরোগের রোগী যেন না আসেন 😥। একেতো পাশ করেছি সবেমাএ তারমধ্যে কোনো স্যার-ম্যামের কাছে স্কিন নিয়ে তাদের চেম্বারে বসিও নাই।  আর এখোনের মতো তো তখন ফেসবুকে এত্তো মেডিকেল গ্রুপ ছিলো না। কোনোরকম যদি Fungal infection-এর রোগী আসতেন, আমি মহা খুশিতে Treatment দিতাম। পারতাম শুধু Tinea and Dermatitis ব্যাস। আর যদি অন্য সমস্যা নিয়ে আসতো তাহলে আমার খুব একা লাগতো এই পৃথিবীতে, মনে হতো আমার পাশে কেউ নাই। যাই হোক রেফার আর রেফার করেই যেতাম। 😐

কোনো কোনো সময় রোগীরা অন্যান্য স্যার/ ম্যামদের Prescription নিয়ে আসতেন, “ম্যাডাম আমি এই ডাক্তারকে দেখিয়েছিলাম”। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম এরপর যখন দেখতাম তারা Diagnosis লিখেছেন সংক্ষেপে মানে ACD, SD, FDE ইত্যাদি ইত্যাদি তখন পরতাম মহাবিপদে। একেতো Dermatology কম বুঝি তার উপর এই সংক্ষিপ্ত নাম🤔🤔। কি আর করা! বলতাম এগুলোই খেতে থাকুন/ ব্যবহার করতে থাকুন এবং একজন Dermatologist-এর কাছে রেফার করতাম।

আল্লাহ তায়ালা এর অশেষ রহমতে Dermatology  সম্পর্কে আমার জানার পরিধি কিঞ্চিৎ বেড়েছে। যাই হোক যা বলছিলাম সেইসব সংক্ষিপ্ত নামের Diagnosis এখনো আমরা গ্রুপে দেখি এবং মাঝেমধ্যে বুঝতে পারি না এটা কোন Disease। আমি নিজেও মাঝে মধ্যে বুঝি না। সেইসব সংক্ষিপ্ত নামের সম্পর্কে আমি স্বল্প কিছু নাম নিয়ে আলোচনা করলাম।

👉 CD= Contact Dermatitis 

👉 ICD= Irritant Contact Dermatitis 

👉 ACD= Allergic Contact Dermatitis 

👉 LP= Lichen Planus

👉 LSC= Lichen Simplex Chronicus

👉 AD= Atopic Dermatitis 

👉 SD= Seborrheic Dermatitis 

👉 FDE/ FDR= Fixed drug eruption/Fixed drug reaction 

👉 TEN= Toxic Epidermal Necrolysis

👉 LV= Lupus Vulgaris

👉 PV= Pemphigus Vulgaris

👉 BP= Bullous Pemphigoid

👉 LE= Lupus Erythematosus

👉 DLE= Discoid lupus erythematosus

👉 SLE= Systemic Lupus Erythematosus

👉 PCT= Porphyria Cutanea Tarda

👉 PRP= Pityriasis Rubra Pilaris

👉 OL= Oral Leukoplakia

👉 PUPPP= Pruritic Urticarial Papules or plaques of Pregnancy 

👉 NPS= Nail-Patella Syndrome 

👉 AIDS= Acquired Immunodeficiency Syndrome

👉 KP= Keratosis Pillaris

👉 PAN= Polyarteritis Nodosa

👉 DIHS= Drug Induced Hypersensitivity Syndrome

👉 SJS= Stevens Johnson Syndrome 

👉 PN= Prurigo Nodularis

👉 EN= Erythema Nodosum

👉 BCC= Basal Cell Carcinoma

👉 SCC= Squamous Cell Carcinoma 

👉 PKDL= Post kala-azar Dermal Leishmaniasis

👉 OLP= Oral Lichen Planus

👉 HS= Herpes Simplex

👉 HL= Herpes Labialis

👉 HZ= Herpes Zoster

👉 PIH= Post Inflammatory Hyper/ Hypopigmentation

👉 DE= Discoid Eczema

👉 PSS= Progressive Systemic Sclerosis 

👉 HSP= Henoch Scholein Purpura

👉 ITP= Idiopathic Thrombocytopenic Purpura

👉 SSSS= Staphylococcal Scalded Skin Syndrome 

Dr. Tania Hafiz

2003-2004

Z.H Sikder Women’s Medical College and Hospital

Working Place:

Caritas Thikana Prokolpo 

Arambug,  Rupnagar,  Mirpur,  Dhaka

Leave a Reply