Blog

GDM রে বলে দিও……

তারে বলে দিও,
সে যেন আসে না Pregnancy তে,
GDM রে বলে দিও
FBS 5.8 এর বেশি হয়
1 hour এ 10.5 এর বেশি হয়,
তারে বলে দিও,
সে যেন আসে না Pregnancy তে
GDM রে বলে দিও।
Positive family history থাকে,
Age 30, obesity, 4 kg baby থাকে
Glycosuria, polyhydramnios
সবে মিলে risk factor এ হয় chaos
তারে বলে দিও,
সে যেন আসে না Pregnancy তে
GDM রে বলে দিও।
ওই গুন গুন সুরে মনে রাখ Management
Careful antenatal supervision
তারে বলে দিও
সে যেন আসে না Pregnancy তে
GDM রে বলে দিও

Fig : Gestational Diabetes mellitus.


গা মা পা
মা গা রে
….
গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা
Diet pattern দাও diabetic দের ন্যায়
HbA1C ভাল পাঁচ-ছয়
Insulin দিবে, Glibenclamide দিবে
বাকিগুলো Contraindicated হয়ে রয়
জানি Pre-eclampsia, polyhydramnios, preterm labour হয়
জানি Big baby, prolonged labour, PPH ও হয়
তারে বলে দিও
সে যেন আসে না Pregnancy তে
GDM রে বলে দিও।
Neonate এ Hypoglycemia
RDS আরো আছে Polycythemia
Hypocalcemia, Hyperbillirubinemia তে শেষ হয় না।
Cardiomyopathy সাথে Asphyxia
Malformation, septicemia.
Hypoglycemia র খবর রাখতে হয়
Blood glucose 7-10 এ থাকতে হয়।
GDM রে বলে দিও,
সে যেন আসে না Pregnancy তে।

Fig : Maintenance of GDM.


তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না Pregnancy তে,
তারে বলে দিও।

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন / ধ্রুব ধর
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন:২০১৩-২০১৪

Leave a Reply