Blog

রমযানে রক্ত গ্রহণ, ইঞ্জেকশন স্যালাইন এবং ইনসুলিন ও ইনহেলার ব্যবহারের বিধান

প্রশ্ন:
রমযানে রক্ত গ্রহণ,Injection saline এবং
Insulin ও Inhaler ব্যবহারে কি রোযা ভাঙ্গবে???

উত্তর: রোযার মুলনীতি হচ্ছে যে কোনো উপায়ে পানাহার থেকে বিরত থাকা, (Stop eating and drinking), এবং এমন কিছু থেকেও বিরত থাকা যা শরীরে পুষ্টির সঞ্চার ঘটায়, (Infusion or Transfusion of any substance which gives nourishment to the body)

এবার এই মূলনীতির আলোকে আলোচনা করি,
যেসব জিনিসের (Infusion or Transfusion) কারনে শরীরে পুষ্টি আসে, তা গ্রহণ করলে রোযা ভঙ্গ হয়ে যাবে। উদাহরণঃ

১। যে কোনো IV স্যালাইন, যেখানে লবণ কিংবা গ্লুকোজ থাকে, কিংবা Vitamins, Minerals অথবা অন্যান্য পুষ্টি সমৃদ্ধ স্যালাইন পুষ করলে রোযা ভঙ্গ হয়ে যাবে, যথা, Normal saline, DNS, Hartman solution ইত্যাদি।

২। রক্ত হচ্ছে পুষ্টির অন্যতম পরিপূরক, তাই রক্ত গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে।

৩। Kidney Dialysis করলে রোযা ভঙ্গ হবে।

৪। কোনো IV Nutritional Injection দিলে রোযা ভঙ্গ হবে।

মোট কথা, খাবার, কিংবা পুষ্টি সমৃদ্ধ বস্ত যে কোনো উপায়ে শরীরে প্রবেশ করানো হলে রোযা ভঙ্গ হবে।

রোযা ভঙ্গ হবেনা যেসব কারনেঃ

Treatment এর উদ্দেশ্যে যদি শরীরে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়, এবং তাতে পুষ্টি সমৃদ্ধ কিছু না থাকে, তাহলে রোযা নষ্ট হবেনা, যথা-

১। Insulin দিলে রোযা নষ্ট হবেনা।

২। যে কোনো intravenous/ Intramascular ইঞ্জেকশন ভ্যাক্সিন, ইত্যাদি দিলে রোযা নষ্ট হবেনা।

৩। কাউকে নিজের শরীর থেকে রক্ত দিলে রোযা নষ্ট হবে না।

৪। নাকের Drop, কানের Drop, চোখের Drop ইত্যাদি দিলে রোযা নষ্ট হবেনা।

৫। Sub lingual Nitroglycerin দিলে রোযা নষ্ট হবেনা।

৬। Endoscopy , Colonoscopy , Urinary Catheter ইত্যাদি সেট করলে রোযা নষ্ট হবেনা।

৭। Intra Uterine Device, Sub Dermal Implant করলে রোযা নষ্ট হবেনা। (Fatwa no: 250660)

৮। Asthma রোগীদের জন্য Puffer Inhaler নিলে, অর্থাৎ যেখানে Liquid গ্যাসে রুপান্তরিত করে Inhaler, এইধরনের Inhaler এর কারণে রোযা নষ্ট হবেনা, কিছু কিছু আলেম বলেছেন, Inhaler নিলে তা পাকস্থলিতে চলে যায়, তাই রোযা নষ্ট হবে, তবে বিশুদ্ধ মতামত হচ্ছে রোযা নষ্ট হবেনা।

৯। পাউডার জাতীয় Medicine এর Inhaler করা হলে রোযা নষ্ট হবে। (islamqa. fatwa No: 124204)

Ismail Azhari
DCMC:13-14
Sushmita Akter/ Platform Academia

Leave a Reply