মুনা আর মিতা দুই বোন বসে CID দেখছে, তাদের দুজনের CID খুবই পছন্দ।
মুনা একজন মেডিকেল স্টুডেন্ট,তার স্বপ্ন সে একজন Forensic Expert হবে,
আর ছোট বোন মিতার স্বপ্ন সে অভিজিৎ এর মতো সাহসী CID Inspector হবে।
আজকে তাদের দেখা Story টা ছিলঃ-
কোনো এক ইউনিভার্সিটিতে চারটা বন্ধু ছিলো, যারা সবসময় একসাথে থাকতো।
একদিন তারা পাহাড়ে গেলো ঘুরতে। সেখানে ঘটলো এক বিপদ,
- ওদের থেকে একজন পাহাড় থেকে পরে মারা গেলো। এইটা নিয়ে অনেক Investigation চলার পর জানা গেলো এই ছেলেটার High place এ ভয় ছিল।।
- এর কয়েকমাস পর আরেকটা বন্ধুর লাশ পাওয়া গেলো ইউনিভার্সিটির লিফটের মধ্যে,তার ছিল Close space এ ভয়।
- আরেকটা বন্ধুকে পাওয়া গেলো Swimming pool এ মরে ভেসে আছে, তার ছিল পানিতে ভয়।
- তারও কয়েকদিন পর আরেকটা বন্ধু আগুনে পুড়ে মারা গেলো, তারও ছিল Fire এ ভয়।
কেউ একজন শত্রুতা করে তাদের সাথে এই জঘন্য কাজটা করেছিল।
এইটা দেখে ছোট মিতার খুব মন খারাপ হলো।
মুনা ভাবলো দেখিতো Forensic Medicine বইটাতে এই ভয় নিয়ে কিছু লিখা আছে কিনা। সে বই উল্টাতে উল্টাতে Phobia topics টা খুঁজে পেল,শুরু করলো পড়া।
🔵 Phobia ব্যাপারটা কি আসলে?
=> Phobia: It is an excessive or irrational fear of a particular object or situation..
🔵 অনেকের অনেক Type এর phobia থাকে, যেমন ধরি,
a) Acrophobia – Fear of high place.
b) Claustrophobia – fear of confined space.
c) Pyrophobia – Fear of fire.
d) Aquaphobia – Fear of water.
🔴 Others কিছু আছে,
- Fear of large open space- Agoraphobia.
- Fear of stranger- Xenophobia.
- Fear of darkness- Nyctophobia.
- Fear of contamination – Mysophobia.
- Fear of animal- Zoophobia.
- Fear of blood- Haematophobia.
- Fear of crowd- Ochlophobia.
🔴 কিছু weird type এর phobia রয়েছে,
যেমনঃ-
1⃣ Nomophobia: Fear of not having mobile phone access.
2⃣ Phobophobia: Fear of having phobia.
3⃣ Heliophobia: Fear of sunlight.
4⃣ Chorophobia: Fear of dancing.
5⃣ Ablutophobia: Fear of bathing.
🔵 What’s the cause of this phobia(কারণ)?
- Many phobia develop as a result of negative experience or panic attack related to specific object or situation.
- Or may be genetic.
🔵 Symptoms of phobia?
- Extreme anxiety and discomfort along with rapid heart beat, dizziness, shortness of breath,excessive sweating, trembling, weakness or even a panic attack.
🔵 এইটা কি Mental disorder?
-Yes, এইটা একটা Mental disorder।
🔵 Phobia টা কি Cure করা possible?
Yes, possible.
All phobia are curable.
References:
Dr.K.S.Narayan Reddy & Dr.O.P.Murty, The Essential of Forensic Medicine and Toxicology, 34th edition, Joypee 2017
Platform Academic Division/ Kaniz Fatema
Eastern Medical College
Session: 2017-18