Blog

নাট বল্টুর post mortem changes সমাচার

নাকে হাত দিয়ে নিথর লাশটির দিকে তাকিয়ে আছে নান্টু, যেটাকে কেটে কেটে খুটিনাটি 🧐🧐 দেখছে বল্টু আর তার ফরেনসিক এক্সপার্ট বন্ধু জাফর আকাবেল । নান্টু আর বল্টুকে একসাথে সবাই নাট বল্টু নামেই চেনে। “লোকটা মারা গেছে ৮-১২ ঘন্টা হবে” গম্ভীরভাবে বলল বল্টু।
“অ” কাব্যিক নান্টুর নিরস জবাব
“তোকে বলেছি ভ্যাবলার মতো অ অ করবি না প্রশ্ন করবি”রেগে বল্ল বল্টু 😤। থতমত খেয়ে নান্টু প্রশ্ন করল “মারা কখন গেছে বুঝলে কি করে?” 😐😶
খুশি হয়ে বল্টু বলা শুরু করল “শোন এটা বুঝেছি এর গায়ের hypostasis বা Post-mortem Staining দেখে। জানি না বুঝেই ‘অ’ বলবি আমিই বলে দেই Postmortem staining কি-
📢This is the bluish-purple or purplish red discoloration 🎨 which appears under the skin in most superficial layers of the dermis of depending part of the body( except pressurized area) after death due to capillo- venous distention 💢.📈
নান্টুকে মাথা চুলকাতে দেখে বল্টু ভেংগে বলল।
“শোন নান্টু কেউ মারা যাবার পর তার শরীরের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। তখন মধ্যাকর্ষন শক্তি রক্ত গুলোকে নিচের দিকে টানে🌀 তাই এমন নীলাভ বেগুনি বা লালচে হয়ে উঠে শরীরের কিছু কিছু অংশ। এটি ৬-১২ ঘন্টার মাঝে স্পষ্ট হয়ে ফুটে উঠে। এভাবে বুঝলাম যে সে কত আগে মারা গেছে।অর্থাৎ, Time of death।🕒🕥
এবার জাফর যোগ করল, “এটা একটা medico-legal importance। অর্থাৎ, যেই যেই বিষয় জানা যায় এই Hypostasis থেকে তা হলো,
⭕Time of death🕐 estimate করা যায়।
⭕Sign of death জানা যায়।🔍
⭕মারা যাবার সময় কোন posture এ ছিল তা বুঝা যায়।🔎
⭕ Body posture another posture এ move করা হয়েছে কিনা সেটা বুঝা যায়।
⭕এমনকি কখনো কখনো Cause of death ও Indicate করে।
বল্টুঃ Cause বুঝো কিভাবে? 🤯
জাফরঃ সেটা হঠাৎ হঠাৎ। যেমন In case of
CO poisoning: Cherry red staining হয় etc
Hanging – intense blackish staining found in leg👣 🏃 etc.


বল্টুঃ আচ্ছা এটা তো শরীরের ভিতরেও হয় যদ্দুর জানি।👀👀👀
জাফরঃ ঠিক ধরেছ।এটাকে বলে Internal Hypostasis🤒🤕
💢Posterior portion of cerebrum and cerebellum 🧠🧠🧠।
💢 Dorsal portion of the lungs⚠
💢Posterior wall of the stomach🤧
💢Dorsal portions of the liver, kidneys spleen, larynx, heart💔
💢Lowermost coil of intestine in pelvic cavity ⭕
এসব জায়গাতে হয়। Heart এর staining অনেক সময় MI কে simulate করে। তবে আমরা বাহিরের staining টাই আগে দেখি।

নান্টু মাথা চুলকে বলল, “ সারা শরীরেই হয় এই post-mortem staining?”
জাফরঃ আরে না না
💠যখন Body lying on back এটা তখন entire back এ ছড়িয়ে যায় Directly pressed area যেমন,
➖Occipital area.💀
➖Shoulder blades.🙆
➖Buttocks.
➖Posterior aspects of thighs
➖Claves and heels 👢👠👡
এসব জায়গায় Staining হয় না Pale হয়।💭
💠আবার Body prone position এ থাকলে, যেমন, Sudden infant death syndrome👶 or death in drunken🍺and epileptics তখন দেখা যায় loose connective tissue of front এ এবং Tardieu’s spots দেখা যায়।
💠Body lying on one side হলে সেই সাইডে হবে।
💠Body vertically suspendedহলে যেমন, ♉Hanging সেক্ষেত্রে staining টা
🔶Most marked in legs 👣
🔶 External genitalia
🔶 Lower part of forearms and hands 🖐💪🤜
🔶Upper margin of ligature marks on neck এ appear করে।
💠Body Flowing in water 💦💦🌊হলে, দেহের অবস্থান constantly পরিবর্তন সেক্ষেত্রে, Suggilation না ও হতে পারে”। 🌬🌬🌬
নান্টু এবার একটু মজা পেলেও শেষের শব্দটা শুনে আবার ভ্যাবলা হয়ে হয়ে গেল। 🌝🙄😶

বল্টু এবার সম্মান বাচাতে মুখ খুলল নাহলে নান্টু আবার ভাবতে পারে বল্টু বুঝি কিছুই জানে না।😅😬
“নান্টু শেষের শব্দ টা বুঝিস নি তাই তো ? 😎 এটা হলো Hypostasis এর আরেক নাম। এর আরো কিছু নাম আছে
🔴Livor mortis 🔴PM staining 🔴Cadaveric lividity 🔴Suggilation 🔴Vibices 🔴Darkening of Death.”

নান্টু মাথা নাড়তে নাড়তে দেখলো মর্গ এসিস্ট্যান্ট ততক্ষনে পচে যাওয়া ছয় টুকরো লাশ পাশের টেবিল এ সাজিয়ে ফেলেছে।
গন্ধে আশপাশ ভরে উঠেছে।

কিছুক্ষণের মাঝেই দেখা গেল জাফর আর বল্টু পচে যাওয়া লাশ টির নাড়ি নক্ষত্র ঘাটছে আর নান্টু নাকে হাত দিয়ে পাশে দাড়িয়ে আছে।

বল্টুঃ “ইউরেকা! জাফর এই মানুষটি ২৪-৪৮ ঘন্টা হয় মারা গেছে “Am I Right?”
“হ্যা এইত ধরে ফেলেছিস,তুই ফরেনসিক এক্সপার্ট না হলেও একজন ভালো সায়েন্টিস্ট। সাইন্সের কোন জিনিস টা জানিস না বলতো?”
বল্টুঃ সে হিসেব পরে। এই নান্টু এদিকে আয় বলতো কি দেখে বুঝলাম এখানে কিন্তু Putrifaction হয়ে গেছে। Hypostasis বুঝা যাচ্ছে না।
নান্টুঃ হু? কিছু বললে? 😅😶
🙄
বল্টুঃ হ্যা বলেছি। ১০০ দিন বলেছি অন্যমনস্ক কবি কবি ভাব টা বাদ দে😤😤।
যা হোক এই দেখ Blue bottle fly🐝এর larvae 🐛।
Dead body এর আশেপাশে সবার প্রথমেই
💢Blue bottle fly বা Calliphora vomitoria মাছিটি natural orifices বা open wound ডিম পাড়ে ১৮-৩৬ ঘন্টায়।
💢Larvae ২৪-৪৮ ঘন্টা পর দেখা যায়।
💢Pupae ৪-৫ দিন পর দেখা যায়।
💢Adult flies হয় ৮-১২ দিনে।

জাফরঃ গুড।এভাবে Maggots বা larvae এর জীবনচক্র দেখে Time of death জানা যায়।
Forensic science আসলেই interesting।😍😎

কবি নান্টুর চিরাচরিত জবাব, “অ”
আর বল্টুর বিজ্ঞানের প্রতি ভালোবাসায় সিক্ত হওয়া ধন্যবাদ নিয়ে জাফর পরের লাশটির খুটিনাটিতে মনোযোগ দিল।🧐
ব্যাগ গুছিয়ে নিয়ে এবার নাট বল্টু যাবে নতুন কোনো ঠিকানায় যেখানে বিজ্ঞানের নতুন কোনো শাখা বল্টুকে হাতছানি দিচ্ছে। কবি নান্টুর বিজ্ঞানের প্রতি আগ্রহ না থাকলেও বল্টুর সাথে ঘুরে বেড়াবে আর কবিতা লিখবে। ভালোই তো কাটে জীবন🌾।

Reference :

1.The Essentials of Forensic Medicine andToxicology – KSN Reddy and OPMurty
2.PARIKH TEXTBOOK OF MEDICAL
JURISPRUDENCE FORENSIC MEDICINE
AND TOXICOLOGY.
Wikipedia

Maymuna Moon /Platform Academia
ShSMC 17-18

Leave a Reply