Blog

Knowing the true facts about Bradypnea

Bradypnea ( গ্রীক শব্দ Bradys আর Pnoia থেকে Bradypnea শব্দটির উংপত্তি। Bradys কথাটার মানে Slow আর Pnoia কথাটার মানে Breath। তাহলে Bradypnoea কথাটার মানে দাঁড়াচ্ছে Slow breath ( less than 12 per minute)।

Bradypnea কেন হয়?

এর জন্য আগে জানতে হবে Normal pathway of respiration signal কি?

Brain এর Respiratory center থেকে Nerve এর মাধ্যমে ( Phrenic nerve and intercostal nerve) Signal, Diaphragm এবং Intercostal muscle এ আসে। ফলে Muscle এর Contraction হয় এবং Respiration হয়।

এখন যদি এই Pathway এর কোথাও কোন জায়গায় প্রবলেম হয় তাহলে Respiration slow হয়ে যাবে এমনকি বন্ধ ও হয়ে যেতে পারে।

যেমনঃ
১. Respiratory center এর প্রবলেম হয়।
যেমনঃ Brain injury, Raised intracranial pressure and Opiates overdose etc। এর ফলে Respiratory center এর Signal generate করতে প্রবলেম হয়।

২. যে Nerve, Signal কে Respiratory center থেকে Muscle এ নিয়ে আসল সে Nerve এ প্রবলেম হতে পারে। যেমনঃ Guillain barre syndrome, Motor neurone disease, Poliomyelitis etc। এর কারণে Signal, Brain থেকে Muscle এ আসতে প্রবলেম হয়।

৩. আর যদি Respiratory Muscle এ প্রবলেম হয়। যেমনঃ Myasthenia gravis etc এর কারনে Muscle এর Contraction এ প্রবলেম হয়।

√√তাছাড়া এমন কোন কারণ যেখানে দেহে CO2 Retain করা প্রয়োজন সেখানে Respiratory rate slow হয়ে যাবে। যাতে কম পরিমাণে CO2 দেহে থেকে বের হয় এবং দেহে CO2 Retain হয়। যেমনঃ Metabolic alkalosis।

Md.Rahul Ahmed Rubel
Monno Medical College, Manikganj
Session : 2014-2015

Platform Academic /Rehana Parbin Purnima

Leave a Reply