Blog

Discussion about action potential of cardiac muscle

Action potential of cardiac muscle এর কিছু phase আছে। such as –
✔️phase 0 : Depolarization
✔️phase 1 : Initial rapid repolarization
✔️phase 2 : Plateau
✔️phase 3 : Late rapid repolarization
✔️Phase 4 : Resting Membrane potential

নিচে ধারাবাহিকভাবে প্রতিটা Phase আলোচনা করা হলো:-

Depolarization:

আমরা জানি, ventricular muscle cell এর Resting membrane potential (-85 mv)। এছাড়া ventricular muscle cell এ কিছু voltage gated channel থাকে, যেমন:Na+, K+, Ca2+ channel।যখন muscle fiber এ impulse আসে তখন Na+ channel গুলা open হয়ে যায়। তখন দ্রুতগতিতে positive charge (+) cell এর ভিতরে enter করে অর্থাৎ influx, ফলে cell এর ভিতরে positive charge বৃদ্ধি ⬆️ পায় এবং Resting membrane potential -85 mv থেকে বৃদ্ধি ⬆️ পেয়ে positive direction এর দিকে যায়, একেই বলা হয় Depolarization।

Initial rapid repolarization:

এই Phase এ Na+ channel বন্ধ হয়ে যায়।

Plateau:

Na+ channel বন্ধ হয়ে যায় কিন্তু দায়িত্ব দিয়ে যায় Ca2+ channel এর উপর। কিন্তু Ca2+ খুবই অলস।
Na+ Channel বন্ধ হতে হতে Ca2+ কে ডাক দিয়ে যায় যে তুমি তোমার দরজা খোলো । Ca2+ যেহেতু অলস সেহেতু দরজা খুলতে দেরি করে। ততক্ষণে K+ channel খুলে যায়। এ কারণে গ্রাফে ছোট্ট Downward impression তৈরি হয়।
এই যে K+ channel খুলে যায় কিন্তু K+ আয়ন cell থেকে বের হতে না হতেই Ca2+ channel খুলে যায়।
একদিকে k+( positive charge) cell থেকে বাইরে বেরিয়ে আসছে অপর দিকে Ca2+(positive charge) cell এর বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে। ফলে potential এর তেমন কোন change হচ্ছে না, এই সময়টাকে বলা হয় Plateau phase।

Late rapid repolarization:

Ca2+ যেহেতু slow এবং অলস তাই সে অল্প কাজ করেই Ca2+ channel বন্ধ হয়ে যাবে। অপর দিকে K+ এর যে (out flow) অর্থাৎ efflux চলতেছিলো সেটা বহু গুণে বেড়ে যায় এবং K+ cell এর ভিতর থেকে বাইরে প্রবেশ করে। ফলে cell negative হতে শুরু ⬆️ করে, that is Late rapid repolarization।

Resting Membrane potential:

সর্বশেষে K+ channel বন্ধ হওয়া শুরু করবে এবং inactivated state এর Na+ গুলা আবার actived state এ আসা শুরু করবে, that is Resting Membrane potential।

★ Ventricular muscle এ plateau হবার কারণ হলো-

[Ventricular Filling]
Action potential শুরু হয়ে যাওয়ার পর Depolarization হলেই heart এর contraction হবে। কিন্তু এই সময়ের মধ্যে atrium থেকে ventricle এ sufficient blood এসে পৌছাতে পারে না। Heart যদি তখন contract করে তাহলে তার stroke volume pump এ blood এর পরিমাণ বেশি হবে না।তাহলে ventricle কে কিছু সময় পেতে হবে, যাতে atrium থেকে sufficient blood ventricle এ পৌছাতে পারে, এই সময়ের জন্যই plateau দরকার।যাতে proper ventricular filling হতে পারে।

Risalat Ahmed
Monno Medical College
Session :2019-2020
Platform academic /Shultan Mahmud Jahid

Leave a Reply