Blog

Everything about the Specimen of Rope in Viva

দুরুদুরু বুকে ভাইবা দিতে স্যারের রুমে ঢুকলো অর্পা। গিয়ে দেখলো স্যারের সামনে এত্তগুলা specimen আর তার সাথে রাখা গরম গরম সিঙাড়া। দেখেই লোভ লেগে গেলো আর চোখও সরাতে পারলো না।
ওকে দেখে স্যার বললো –
স্যার : সিঙাড়া না দেখে সামনে বসো।
অর্পা : (হচকিত) আসসালামু ওয়ালাইকুম স্যার।
স্যার : ওয়ালাইকুম আসসালাম। সামনে হাত পাতো একটা।
অর্পা : না না, স্যার। আমি সিঙাড়া খাবোনা। 😋
স্যার : হাতটা পাতো।
অর্পা : 😋খুশিতে হাত পাতলো সিঙাড়ার জন্য। কিন্তু স্যার ধরিয়ে দিলেন Rope।


স্যার : সিঙাড়া পরে খেও। এখন বলো তোমার হাতের Specimen টা কী?
অর্পা : 😢। Sir, supplied specimen is a light, non-metallic, soft, flexible, ( mention if elongated) twisted weapon having 2 knot (এটা দেখে শিওর হতে হবে) at each end, made up of nylon fibers (jute ও হতে পারে)।


স্যার : এটা কী কী Household কাজে লাগে? তোমার বাসায় কিভাবে কাজে লাগে?
অর্পা : কোনো কিছু বাঁধার জন্য, কিছু টেনে তুলতে গেলে ব্যবহৃত হয়।
স্যার : আচ্ছা, এটা দিয়ে কী কী injury হতে পারে বলতো ?
অর্পা : স্যার এটা দিয়ে Bruise, Abrasion, Grievous Hurt হতে পারে।


স্যার : Grievous hurt কিভাবে হতে পারে?
অর্পা : এটা কারো Face এ জোরে আঘাত করলে permanent disfiguration হতে পারে। আবার চোখে আঘাত করলে irreversible blindness হতে পারে।


স্যার : বেশ। আচ্ছা এটার এত importance কেন বলতো? আমি তো বুঝিনা! 🤔


অর্পা : এটার importance আছে। কারণ
এটা দিয়ে,
1. Hanging
2. Strangulation
3. Whipping
4. Drowning
5. Rape etc হতে পারে।


স্যার : আচ্ছা। এখন যে Drowning বললা সেটা Homicide নাকি Suicide? নাকি Accidental?
অর্পা : Mostly স্যার Homicide হয়। কারণ পানিতে ডুবে মরার মত কষ্ট কেউ কেন করবে, ইচ্ছা করে? সে চাইলেই poisonous কিছু খেয়ে Easily কাজ সারতে পারে।


স্যার : Good. Accidental হবে?
অর্পা : সাধারণত হবেনা তবে কেউ যদি intoxicated থাকে সেক্ষেত্রে হতে পারে। পায়ে দড়ি জড়িয়ে কোনোভাবে পানিতে পড়ে যেতে পারে।


স্যার : বাহ। Hanging যে বললা, ওইটা কত ধরণের হতে পারে Degree of suspension এর উপর ভিত্তি করে?
অর্পা : দুই ধরণের স্যার।
1. Complete hanging.
2.Partial hanging.


স্যার : দুইটার মাঝে পার্থক্য কী?
অর্পা : Complete hanging এ Body base touch করেনা। কিন্তু partial hanging এ Body base touch করে।


স্যার : ওকে। আচ্ছা Hanging এর ক্ষেত্রে শুধু Rope ব্যবহৃত হয়? 🤔
অর্পা : না স্যার। এটা ছাড়াও Electric wire, Belt, Tie, Saree, Bed sheet, Thread, Scarf ব্যবহৃত হয়। তবে সবচাইতে বেশি Rope ব্যবহৃত হয়। 🤗


স্যার : এখানে Force of constriction কী কী আছে বলতে পারবা?
অর্পা : জ্বী, স্যার।
1. Jugular vein -2kg
2. Carotid artery -5 kg
3. Trachea – 15 kg
4. Vertebral artery – 18kg


স্যার : এত পারলে হবে কিভাবে? দেখি বলতো knot কী জিনিস?
অর্পা : Knot is the looping and tying of a piece of string or rope, or the place where a tree limb joins the trunk.


স্যার : Hanging এ কোন ধরণের knot থাকে?
অর্পা : Slipping knot or a running noose.
স্যার : এত কেন পারো? আচ্ছা বলো দেখি Hanging এর cause of death কী?
অর্পা : যদি হয় partial, তো –
1. Apoplexy
2. Cerebral ischemia
3. Vagal inhibition.


আর যদি হয়, Complete hanging তো –

immediately মারা যায় 1.Asphyxia 2. Apoplexy 3. Venous congestion etc

এর কারণে।

কিন্তু delayed এর ক্ষেত্রে –

1. Aspiration pneumonia. 2. Infection. 3. Pulmonary oedema. 4. Oedema of larynx.

ইত্যাদির জন্য হয়।
স্যার : সবই ঠিকাছে। এখন এই death কী antemortem না postmortem বোঝা যাবে?


অর্পা : অবশ্যই যাবে। যদি antemortem হয় সেক্ষেত্রে,

  • Dribbling of saliva from angle of mouth.

And

  • oblique, non-continuous ligature mark থাকবে গলার চারপাশে।


স্যার : যদি বলি খালি একটা কন্ডিশন বলো, যেটা দিয়ে তুমি শিওর যে এটা antemortem। সেক্ষেত্রে কোনটা বলবা?
অর্পা : অবশ্যই সেটা হবে – Dribbling of saliva form the angle of mouth.


স্যার : Angle টা কিসের উপর নির্ভর করে?
অর্পা : স্যার, সিঙাড়ার পজিশনের উপর। Sorry স্যার। Knot এর পজিশনের উপর। knot এর opposite angle থেকে saliva পড়বে। কারণ সেটা sub mandibular salivary gland কে প্রেশার দেয়। ফলে saliva বেয়ে পড়ে আর সেটা মারা যাওয়ার পরে antemortem hanging এর প্রমাণ দেয়। 🤗


স্যার : অনেক পেরেছো। উপহার স্বরুপ যাওয়ার সময় এই সিঙাড়ার প্লেট নিয়ে যাও। এটা আমি খেলে আর বাকি ভাইবা নিতে পারবো না।
অর্পা : (খুশিতে ডগমগ হয়ে) ধন্যবাদ স্যার। আসসালামু ওয়ালাইকুম, স্যার।
(সিঙাড়ার প্লেট নিয়ে প্রস্থান)

(Reference : The Essentials of Forensic Medicine And Toxicology, 34th edition)

Asma Ul Hasna
Mainamoti medical college
Session : 2017-18

Leave a Reply