Blog

Let’s know About Sexual perversion(part-2)

পর্ব-২
রিয়া আর রিমু আজকে আবার গ্রুপস্টাডি শুরু করেছে, ট্যুরের আর বেশী দিন নেই এদিকে রিয়ার অনেক Item বাকি পরে আছে। সেদিন তারা পড়েছিল Sexual Perversion, আজকে ঠিক করলো Psychosexual Disorder পড়বে তারা।

রিমু : চল শুরু করি তাহলে।
রিয়া : আচ্ছা।
রিমু :
🔵Psychosexual disorder ৪ প্রকার:

  1. Disorder of sexual expression.
  2. Disorder of sexual object.
  3. Disorder of sexual simulant.
  4. Disorder of sexual urge.

এরপর পড়তে হবে Instinct.

🔵Instinct কি?
এইগুলো কিছু জন্মগত reflex, যেগুলো একটার সাথে আরেকটা related.. এইগুলো আমাদের behaviour কে regulate করে, সেটা হতে পারে sexual অথবা non-sexual.

Example:
New born baby দের Sucking reflex টা Future এ Sucking instinct এ Convert হয়।

Classification of instinct :

  • Life instinct.
  • Death instinct.

Instinct is modified by:

  • Genetic factor.
  • Endocrine factor.
  • Physical and mental growth..
  • Environmental factor.

🔵 Sexual instinct
Components of sexual instinct :

1)Object:
A person or anything through which instinct is satisfied.

2)Stimulus:
It is that part of the body of the object that stimulate a sexual urge.

3)Mode of expression:
Pattern or behaviours with the object for sexual gratification.

4)Strength of sexual urge:
It is totally individual, which vary from person to person.
Age, economic conditions, social status etc constitute strength of urge.

রিয়া : ওরে বাবা! এতো কিছু।

রিমু : আরে Easy ই । আর কয়েকটা Definition আছে শুধু।

রিয়া : আচ্ছা।

রিমু : এখন কিছু Definition পড়।

🔵 Sexual aversion :
একটা person physically and endocrinologycally normal এবং proper age এ থাকার পরও sexual emotion completely loss হয়ে যায়।

  • মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে frigidity.

🔵 Sexual hypoversion : একজন মানুষ Physically and endocrinologycally normal হওয়া সত্বেও sexual urge তার/ তার partner এর satisfactory level পর্যন্ত পৌছায় না।

🔴 Causes of aversion and hypoversion :

  • Neurotic anxiety.
  • Fetichism and other perversion.
  • Lack of love for the partner.
  • Negative conditioning.
  • Sublimation.
  • Lack of receprocity.

🔵 Sexual hyperversion :
Sxual intercourse এর জন্য excessive এবং irresistible ইচ্ছা থাকবে।

  • মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে Nymphomania.
  • ছেলেদের ক্ষেত্রে এটাকে বলে Satyriasis.

🔵 Homosexuality :
Same sex এর মানুষের প্রতি Emotional এবং Physical আকর্ষণ থাকবে।

🔵 Sexual sublimation :
এইক্ষেত্রে কোনো Person এর sexual urge almost থাকেই না, এদের অন্য কাজে বেশী Interest থাকে।
যেমন: Music, art, photography, study etc.

🔵 Auto sexuality : নিজে নিজেই sexual gratification পাওয়া। such as masturbation.

🔵 Trans-sexuality :এই type এর মানুষের নিজের sex পরিবর্তন করার জন্য strong desire থাকবে।

🔵 Infanto sexuality : Infant দের সাথে sexual intercourse করা, যেটা normal sexual act এর জন্য suitable না।

🔵 Gerontophilia : বৃদ্ধ এবং menopausal woman দের সাথে Sexual intercourse করা, যা normal sexual act এর জন্য suitable না।

🔵 Pygmalism : ভাস্কর্য & ফটোগ্রাফির প্রতি ভালোবাসা।

🔵 Poison pen letter :
এইটা সাধারণত একটা বেনামী চিঠি যেটা কোনো মানুষ Jealousy থেকে তার বন্ধু অথবা বান্ধুবীর Wife/Husband এর কাছে তার ব্যাপারে unpleasant/ abusive/ malicious statement লিখে পাঠায়।

🔵 Telephonic persecution : এই ক্ষেত্রে Perverted person কোনো মহিলার সাথে ফোনে কথা বলে affair করতে চায়, even same way তে তাকে sexual act এর জন্য প্রস্তাব দেয়। এটা করে সে আনন্দ পায়।

রিয়া : শেষ?

রিমু : হ্যাঁ, আজকের মতো।

রিয়া : ট্যুরের আর কয়দিন আছে?

রিমু : ৫ দিন।
শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।

রিয়া : ইনশাআল্লাহ।

Reference :
Dr.K.S. Narayon Reddy & Dr.O.P.Murty, The Essential of Forensic Medicine and Toxicology, 34th edition, Jaypee,2017.

Platform Academic Division /
Kaniz Fatema
Eastern Medical College
Session : 2017-18

Leave a Reply