Blog

ট্রাম্পের দাঁতে “পোকা”|| পর্বঃ১

অনন্ত জলিল প্রফ পাশ করেছে আর সেই প্রফ পাশের খুশিতে সে ডোনাল্ড ট্রাম্পকে মিষ্টি খাওয়াতে টাঙ্গাইলের বিখ্যাত চমচম নিয়ে গেলো। অসম্ভবকে সম্ভব করে এই প্যান্ডেমিকের মধ্যেই অনন্ত জলিল মিষ্টি নিয়ে পৌছালো ট্রাম্পের কাছে।
কিন্তু ট্রাম্প মহাশয় কোনভাবেই সে মিষ্টি খাবে না।


🦹🏻‍♂️অনন্ত জলিলঃ কেনো খাবে না মিষ্টি?
🤓ডোনাল্ড ট্রাম্পঃ আমার দাঁতে পোঁকা হয়েছে জলিল 😔

কিন্তু অনন্ত জলিল নাছোড়বান্দা সে তাকে মিষ্টি খাইয়েই ছাড়বে।
🦹🏻‍♂️জলিলঃ ধুরো এটা কোনো ব্যাপার! আমেরিকাতে আমার বন্ধু আছে ডা.পি উনি একজন ডেন্টিস্ট চলো তোমাকে ওনার কাছে নিয়ে যাই।

এরপর রীতিমতো জোর করেই ট্রাম্পকে নিয়ে চল্লো ডা. পি এর কাছে।

🧑🏼‍⚕️ডা.পিঃ আরে জলিল যে!!! অভিনন্দন তোমাকে শুনলাম প্রফ পাশ করেছ।
আরে সাথে কে তোমার?ট্রাম্প সাহেব!!!

🦹🏻‍♂️জলিলঃ হ্যা ধন্যবাদ তোমাকে,ট্রাম্পের জন্যই তোমার কাছে আসা এখন এই অসময়ে।

🤓ট্রাম্পঃ আর বইলেন না ডা.পি দাতে আমার পোকা হয়েছে,হঠাৎ করে আজ সকালে খেয়াল করলাম মাড়ির পিছনের দিকের দাঁতে পোকা হয়েছে,তাই কিছু খেতে চাচ্ছি না ভয়ে কিন্তু জলিল তো আমাকে মিষ্টি খাইয়েই ছাড়বে তাই আপনার কাছে নিয়ে এলো।

ডা.পি অট্টহাসিতে ফেটে পড়ল, তার হাসি দেখে ট্রাম্প আর জলিল দুজনেই রাগান্বিত হয়ে বললো “এতে হাসার কি হলো?”

🧑🏼‍⚕️ডা.পিঃ আরে মানুষের দাঁতে আবার পোকা হয় কি করে? caries বলতে পারেন বরঞ্চ।

আসুন এই চেয়ারটিতে শুয়ে পড়ুন আমি দেখে দিচ্ছি।

ডা.পি একজন নামকরা ডেন্টিস্ট। তিনি মি. ট্রাম্প এর History নেওয়ার পর Intra Oral Examination করে posterior teeth/left 2nd molar এ একটি black spot দেখতে পেলেন এবং caries probe ব্যবহার করে দেখলেন ওই black spot area তে probeটি আটকে যাচ্ছে।
তিনি এরপর ট্রাম্পকে বললেন আপনার Caries ই হয়েছে। তারপরও কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

হুট করে ট্রাম্প কিছু বলার আগেই অনন্ত জলিল ডাক্তারকে জিজ্ঞেস করে এই Caries আসলে কি?

🧑🏼‍⚕️ডা.পি: Dental caries is a disease characterised initially by subsurface demineralisation of teeth by acids,created by bacterial metabolism of dietary refined sugars.

Fig: Dental caries

এবার ট্রাম্প বললো “কিন্তু এটা কেন হলো? আমি তো প্রতিদিন আমার দাঁত ব্রাশ করি”

🧑🏼‍⚕️ডা. পিঃ আসলে আমাদের দাঁতে caries হওয়ার কারণ হিসবে কতগুলো Factorকে দায়ী করা হয় যেমনঃ
➡️ Susceptible tooth surface
➡️ Diet
➡️ Microorganism
➡️ Time

Fig: Major factor of caries


এই ৪ টি major factor একত্রে Caries initiation করে।
⭕তাছাড়াও Saliva একটি গুরুত্বপূর্ণ factor. Saliva production কমে গেলে caries বেশী হয়।
⭕এছাড়াও রয়েছে কিছু modifying factors যেমন: Age,Sex,Race,Hereditary, Systemic helath, Occupation, Geographic area.

Fig: Etiology of caries

🦹🏻‍♂️জলিল: Diet!! diet কিভাবে caries করে!?
🧑🏼‍⚕️ডা.পি: Carbohydrate বা Sucrose(মিষ্টি) বেশী খেলে Caries হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
⭕আবার hereditary patterns এর জন্য Indians & black Americans দের ছেয়ে White Americans & English people এ Caries হওয়ার প্রবণতা বেশী দেখা যায়।

Fig: Diet for dental caries

🤓ট্রাম্প: এই factor গুলো কিভাবে দাতে caries করে?
🧑🏼‍⚕️ডা.পি: ভালো প্রশ্ন করেছো। caries হওয়ার প্রক্রিয়াটি অনেক বিস্তৃত। আমি সংক্ষেপে তোমাদেরকে Caries এর Pathogenesis টি বলছি-

⏸️আমরা যে খাবার খাই সেই খাবারের কিছু অংশ দাঁতের ফাকে জমে থাকে যা ব্রাশ করলেও যায় না।দাঁতের সে অংশকে Stagnation site বা susceptible tooth surface বলে। তারপর খাদ্যকনা এসব site এ জমে জমে plaquebioflim তৈরী করে। এরপর এই plaque biofilm এ cariogenic bacteria adhere করে এবং metabolism এর মাধ্যমে acid(Lactic acid) production করে। যার ফলে ph কমে যায়(<=5)। tooth surface এ এই acid বেশি সময় ধরে থাকলে দাঁতের মিনারেল যেমন Calcium, Phosphate এর সাম্যতা নষ্ট হয়ে যায়। Minerals এর dissolution হতে থাকে আর এভাবেই carries initiation হয়।

Fig: process of cavity/ caries

🤓ট্রাম্প: তুমি যে Cariogenic bacteria বললে এরা আবার কারা?
🧑🏼‍⚕️ডা.পি: যেসব ব্যাক্টেরিয়া dietary carbohydrate কে ferment করে acid produce করে তাদেরকে cariogenic bacteria বলে। যেমন:
⛔Streptococcus mutans(sole cause of caries)
⛔ Streptococcus mitior
⛔ Streptococcus salivarious
⛔ Streptococcus sobrinus
⛔ Streptococcus sanguis
⛔ Lactobacilli
⛔ Actinomyces

Fig: Bacteria attacking the tooth

হঠাৎ ডা.পি এর একটা ফোন কল আসায় তিনি ট্রাম্প এবং অনন্ত জলিলকে একটু অপেক্ষা করতে বলে রুম থেকে বের হয়ে গেলেন।

ট্রাম্প জলিলকে ধন্যবাদ দিয়ে বললো, “ভাগ্যিস তুমি আমাকে জোর করে নিয়ে এসেছিলে, না হলে এতো কিছু জানতেও পারতাম না আর আমার ট্রিটমেন্টও দেরি হয়ে যেত”

নাছোড়বান্দা জলিল এবার আরো একটি আবদার করে বসল,”শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে না,আমার নেক্সট ছবিতে তুমি অভিনয় করবা”

ট্রাম্প জলিলের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল।

মুমতাহিনা মীম ঐশী
সেশন -২০১৭-১৮
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট

Leave a Reply