Blog

Man with the “Golden Blood”

Golden blood মানে কী? রক্তের রং সোনালি? নাহ্ সোনালি রং এর রক্ত নয়। “Rh null” নামের blood কে golden blood বলে।

🔴 One of the rarest type of blood in the world which contain no Rh antigen.

সর্বপ্রথম এই blood পাওয়া যায় Australia এর Aborginia তে।
গোটা বিশ্বে মাত্র ৪৩ জনের body তে রয়েছে এই group এর blood। প্রতি ৬০,০০,০০০ জনের মধ্যে ১ জনের body তে রয়েছে এই group এর blood।
যাদের body তে negative group এর blood রয়েছে যেমন: O negative (O-), AB negative (AB-), B negative (B-) ইত্যাদি। বিপদের সময় (Medical emergency) তাদের blood এর প্রয়োজন পড়লে তা খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয়-পরিজনদের। ‘আমেরিকান রেড ক্রস’ এর মতে, যে সমস্ত group এর blood প্রতি ১,০০০ জনের মধ্যে ১ জনের body তে থাকে, সেগুলোকে ‘বিরল’ বলে ব্যাখ্যা করা হয়। O negative (O-) হল তেমনই একটি ‘বিরল’ blood group। কিন্তু এমন একটি blood group রয়েছে যা প্রতি ৬০,০০,০০০ জনের মধ্যে ১ জনের body তে রয়েছে। বিজ্ঞানীদের মতে, এটিই হল বিশ্বের ‘বিরলতম’ group এর blood। Blood এর এই group টি কে বলা হয় ‘Golden Blood’। চিকিৎসকদের কাছে এটি ‘আরএইচ- নাল’ (Rh- Null) নামে পরিচিত।

Fig: Difference between normal & Rh null Blood.

১৯৬১ সালে প্রথম ‘Rh- Null’ group এর blood এর সন্ধান পাওয়া যায়। এই blood এর Rh system এ ৬১ antigen এর অস্তিত্ব ছিল না। সাধারণত, blood cell গুলোতে ৩৪২ টি antigen থাকে। এই antigen গুলোর কম্বিনেশনই নির্ধারণ করে কোনো blood এর group ঠিক কী হবে। এই antigen এর ভিত্তিতে মানুষের blood কে চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হল ‘A’, ‘B’, ‘AB’ আর ‘O’। প্রত্যেকটি blood group আবার দু’ভাগে বিভক্ত ‘Positive’ এবং ‘Negative’। অর্থাৎ সব মিলিয়ে মানুষের body তে মোট আটটি আলাদা আলাদা group এর blood পাওয়া যায়। সেগুলি হল, ‘A positive’, ‘A negative’, ‘B positive’, ‘B negative’, ‘O positive’, ‘O negative’, ‘AB positive’ এবং ‘AB negative’।

বিগত ৫৮ বছরে বিশ্বে মাত্র ৪৩ জন মানুষের মধ্যে এই ‘Rh- null’ গ্রুপের রক্ত বা ‘Golden blood’ এর অস্তিত্বের খোঁজ মিলেছে। এই ৪৩ জনের মধ্যে ৯ জন নিয়মিত blood donate করেন। এই ধরনের blood বিরল হওয়ার কারণেই এই নাম দেওয়া হয়েছে ‘Golden blood’।

🔴 Golden blood seems to be continuous genetic mutation commonly seen in mutation in RHAG gene.

🔴 RHAG mutation often associated with mild, moderate or severe hemolytic anaemia and increase breakdown of RBC.

কিছু কারণে মানুষের body তে golden blood আসতে পারে-
✒️ আত্নীয় স্বজন এর মধ্যে বিয়ে হলে
✒️ Autosomal gene disease
✒️ Changes in RHAG gene

বিশেষজ্ঞদের মতে, যাদের body তে ‘Rh- null’ group এর blood রয়েছে তারা যে কোনো group এর মানুষকেই blood দিতে পারেন। তবে সবার থেকে blood নিতে পারেন না। তাই চিকিৎসকদের মতে, যাদের body তে ‘Rh- null’ group এর blood রয়েছে তাদের খুব সাবধানে জীবনযাপন করা জরুরি।

Jannatul Ferdous Jannah
President Abdul Hamid Medical College
Session: 2017-18

Platform Academic / Ohia Farzin Raha

Leave a Reply