20 May
আশিকের লাশটা গত দুই ঘন্টা ধরে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। কেউ আসছে না ওর ঘরে। আসলে কেউ আসতে পারছে না, দরজাটা ভিতর থেকে আটকানো। আশিকের মা বেশ কয়েকবার এসে নব ঘুরিয়েছেন, কিন্তু খুলতে পারছেন না। আশিকের খোলা চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বের হয়ে আছে! ও সব কিছু দেখছে,…