19 September
তারিণীখুড়ো চায়ে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন-তখন রেগুলার চাকরি বলে কিছু নেই। তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে যাই, তার সুদেই দিব্যি চলে যাচ্ছে। এর মধ্যেই একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। একজন ভদ্রলোক লিখেছেন যে তার একজন সেক্রেটারি দরকার।…